আর্জেন্টিনার হয়ে দ্রুততম গোল মেসির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ জয় বিশ্বচ্যাম্পিয়নদের

Published : Jun 15, 2023, 08:52 PM ISTUpdated : Jun 15, 2023, 09:46 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

সম্প্রতি লিওনেল মেসি জানিয়েছেন, তিনি ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপে খেলবেন না। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক যে অসাধারণ ফর্মে, তাতে তিনি অনায়াসেই খেলতে পারেন।

আর্জেন্টিনার হয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের ৮০ সেকেন্ডে গোল করলেন মেসি। বক্সের বাইরে বল পেয়ে বাঁক খাওয়ানো শটে অসাধারণ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পর অবশ্য খুব একটা তেড়েফুঁড়ে খেলতে দেখা যায়নি আর্জেন্টিনাকে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ বলেই হয়তো খুব একটা চেষ্টা করেননি মেসিরা। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল আর্জেন্টিনা। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন জার্মান পেজেলা। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে অস্ট্রেলিয়া। তবে মেসিদের বিরুদ্ধে গোল করা সম্ভব হয়নি। ২-০ গোলেই জয়ী হয় বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে মেসির দ্রুততম গোল ছিল ২ মিনিটের একটু বেশি সময়ে। বার্সেলোনার হয়ে চেলসির বিরুদ্ধে এই গোল করেন মেসি। বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেড় মিনিটেরও কম সময়ে গোল করলেন মেসি। এটাই তাঁর কেরিয়ারের দ্রুততম গোল। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৭৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছেন মেসি।

কাতার বিশ্বকাপের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সকারুজদের হারিয়ে দেয় আর্জেন্টিনা। এবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেও জয় পেলেন মেসিরা। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ১৫ মিনিট অসাধারণ খেলা দেখান বিশ্বজয়ীরা। সেই সময় কার্যত খেলা চলছিল অস্ট্রেলিয়ার অর্ধে। কিন্তু সেই সময়ের মধ্যে দ্বিতীয় গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেেয়ে ভালো সুযোগ পান স্ট্রাইকার মিচ ডিউক। রিলি ম্যাকগ্রির ক্রস থেকে ডিউকের হেড দুর্দান্তভাবে সেভ করে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেলে দেয় অস্ট্রেলিয়া। তবে রডরিগো ডে পলের ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে ব্যবধান বাড়ান পেজেলা। এই সময় অস্ট্রেলিয়ার রক্ষণে কিছু গলদ দেখা যায়। তারই সুযোগ নেয় আর্জেন্টিনা।

বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের দর্শকরা মেসির বিখ্যাত বাঁ পায়ের ঝলক দেখার জন্য ভীড় জমিয়েছিলেন। ম্যাচের শুরুতেই গোল করে দর্শকদের মাতিয়ে দেন মেসি। এরপর আরও গোলের আশায় ছিলেন দর্শকরা। কিন্তু আর গোল করলেন না আর্জেন্টিনার অধিনায়ক। ফলে কিছুটা হতাশ হলেন দর্শকরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোল করায় খুশি দর্শকরা। তাঁরা চোখের সামনে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ পেলেন।

আরও পড়ুন-

কাতার বিশ্বকাপই শেষ, ২০২৬ সালে আর খেলবেন না, জানিয়ে দিলেন লিওনেল মেসি

কলম্বিয়ায় কার্লেস পুওল, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে খেললেন ফুটবল

UCL Final 2023: রডরির একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে ত্রিমুকুট ম্যাঞ্চেস্টার সিটির

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?