কলম্বিয়ায় কার্লেস পুওল, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে খেললেন ফুটবল

ফুটবলের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুর জীবন বদলে দেওয়াই লক্ষ্য । কলম্বিয়ায় কয়েকজন বিশেষভাবে সক্ষম শিশুর সঙ্গে ফুটবল খেললেন স্পেন ও বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লেস পুওল।

Share this Video

লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম শক্তিধর দেশ কলম্বিয়ায় গিয়েছেন স্পেন ও বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লেস পুওল। সেখানে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেললেন তিনি। কয়েকজন বিশেষভাবে সক্ষম শিশুর সঙ্গে ফুটবল খেললেন পুওল। ফুটবলের মাধ্যমে এই শিশুদের জীবন বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছে একটি সংস্থা। তাদের হয়েই কলম্বিয়া গিয়েছেন পুওল। তাঁকে হাতের সামনে পেয়ে খুশি বাচ্চারা। তারা মনের আনন্দে ফুটবল খেলছে।

Related Video