আরও একটি নজিরের মুখে লিওনেল মেসি, বসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে কোনও সাফল্যই অধরা নেই লিওনেল মেসির। যাবতীয় ব্যক্তিগত সাফল্যও পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এখনও লড়াই চলছে মেসির। গোলসংখ্যায় এখনও রোনাল্ডোর চেয়ে পিছিয়ে মেসি। তাঁদের লড়াই চলছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চলছে লিওনেল মেসির লড়াই, গোলসংখ্যায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা
ইউরোপ ছেড়ে এশিয়ায় ক্লাব ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এরপরেও তাঁর সঙ্গে লিওনেল মেসির টক্কর চলছে। গোলসংখ্যায় রোনাল্ডোর চেয়ে পিছিয়ে মেসি। তিনি রোনাল্ডোকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন।
ক্লাব ফুটবলে ৭০০ গোলের পথে লিওনেল মেসি, আগেই এই নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্লাব ফুটবলে এখনও পর্যন্ত ৬৯৯ গোল করেছেন লিওনেল মেসি। আর একটি গোল করলেই ৭০০ গোলের নজির স্পর্শ করবেন তিনি। আগেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার একই নজির গড়তে চলেছেন মেসি।
বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন লিওনেল মেসি, পিএসজি-র হয়ে ৬১ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি
এখনও পর্যন্ত ৮৩৯ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বার্সেলোনা ও প্যারিস সাঁ জা-র হয়ে খেলে তিনি মোট ৬৯৯ গোল করেছেন। আরও গোল করাই মেসির লক্ষ্য।
ফ্রান্সের লিগ ওয়ানের পরবর্তী ম্যাচে মার্সেইয়ের মুখোমুখি হচ্ছে প্যারিস সাঁ জা। সেই ম্যাচেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়তে পারেন লিওনেল মেসি।
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তবে তিনি নতুন ক্লাবের হয়ে এখনও উল্লেখযোগ্য সাফল্য পাননি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই ক্লাবের হয়ে এখনও পর্যন্ত বলার মতো কোনও সাফল্য পাননি 'সি আর সেভেন'।
ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে পিছিয়ে লিওনেল মেসি
পর্তুগালের হয়ে ১৯৬ ম্যাচে ১১৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচে ৯৮ গোল করেছেন লিওনেল মেসি। দেশের হয়ে ১০০ গোল করাও মেসির লক্ষ্য।
চলতি মরসুম শেষ হলেই প্যারিস সাঁ জা ছাড়ার পথে লিওনেল মেসি, চলছে জল্পনা
প্যারিস সাঁ জা ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দিতে পারেন লিওনেল মেসি। তিনি এখনও পিএসজি-র সঙ্গে নতুন করে চুক্তি করেননি। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন মেসি।