Liverpool FC: গোল করলেন মাত্র ১৬ বছরের রিও, নিউক্যাসেলের বিরুদ্ধে নাটকীয় জয় লিভারপুলের

Published : Aug 26, 2025, 03:45 PM IST
Liverpool FC

সংক্ষিপ্ত

Liverpool FC: খেলার শেষ মিনিটে গোল করেন লিভারপুলের সবথেকে কনিষ্ঠ তথা ১৬ বছর বয়সী ফুটবলার রিও এনগুমোহা। ফলে, এই নিয়ে পরপর দুটি ম্যাচ জিতে শুরুটা বেশ ভালোই করেছে লিভারপুল।

Liverpool FC: দুরন্ত জয় লিভারপুলের। আর এই বছর শুরু থেকেই জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (premier league table 2025)। এবার নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে উত্তেজনার ম্যাচে বড় জয় পেয়েছে লিভারপুল এফসি (liverpool vs newcastle)। 

কার্যত, খেলার শেষ মিনিটে গোল করেন লিভারপুলের সবথেকে কনিষ্ঠ তথা ১৬ বছর বয়সী ফুটবলার রিও এনগুমোহা। ফলে, এই নিয়ে পরপর দুটি ম্যাচ জিতে শুরুটা বেশ ভালোই করেছে লিভারপুল।

 

 

রীতিমতো জোরালো শটে গোল করেন তিনি

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসলের ঘরের মাঠে মুখোমুখি হয় লিভারপুল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও, দাপুটে ফুটবলই খেলে লিভারপুল। খেলার ৩৫ মিনিটে, রায়ান গ্র্যাভেনবার্কের গোলে এগিয়ে যায় তারা। রীতিমতো জোরালো শটে গোল করেন তিনি। এরপর হাফ টাইমের ঠিক আগে, আরও চাপ বাড়তে থাকে। ফলে, বেকায়দায় পড়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। 

ওদিকে আবার ভ্যান ডাইককে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যান্থনি গর্ডনক। ফলে, পুরো দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলে নিউক্যাসল। অন্যদিকে, দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই লিভারপুলের হয়ে ব্যবধান আরও বাড়ান হুগো একিটিকে। সেইসঙ্গে, লিভারপুল ম্যাচে এগিয়ে যায় ২-০ ব্যবধানে।  

পাল্টা আক্রমণ তুলে আনতে শুরু করে

তবে লড়াই থেকে হারিয়ে যায়নি নিউক্যাসল ইউনাইটেড। তারা পাল্টা আক্রমণ তুলে আনতে শুরু করে। আর সেই সুবাদেই ম্যাচের ৫৭ মিনিটে, গোল করেন ব্রুনো গিমারেস। এরপর খেলার ৮৮ মিনিটে, দ্বিতীয় গোলটি করেন উইলিয়াম ওসুলা। ম্যাচ তখন রীতিমতো জমে উঠেছে। নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি ফুটবল এবং ম্যাচের ফলাফল তখন ২-২। 

তবে ম্যাচের মাঝে কিছুটা সময় নষ্ট হওয়ার ফলে, ১০ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। আর সেই সুযোগটিকে পুরোপুরিভাবে কাজে লাগায় লিভারপুল। অতিরিক্ত সময়ে, গোল করে রীতিমতো চমকে দেন দলের কনিষ্ঠ ফুটবলার রিও। তাঁর জয়সূচক গোলেই ম্যাচ জিতে নেয় লিভারপুল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

উয়েফার ধাঁচে এবার চালু হচ্ছে এএফসি নেশনস লিগ, খেলার সুযোগ পাবে ভারতীয় দল?
Indian Super League: ক্লাবগুলির আবেদন খারিজ! তিন সদস্যের কমিটি গড়ে টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক করবে ফেডারেশন?