মেজর লিগ সকারে খেলা শুরু করার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। নতুন রেকর্ডও গড়ে চলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি।
একই ম্যাচে ৬ গোলের সঙ্গে নিজের নাম যুক্ত করে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে মেসির অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৬-২ জয় পেল ইন্টার মায়ামি। মেসি ১ গোল করেন। হ্যাটট্রিক করেন বার্সেলোনা থেকেই মেসির প্রিয় সতীর্থ লুই সুয়ারেজ। জোড়া গোল করেন ম্যাতিয়াস রোখাস। এপ্রিল মাসে মেজর লিগ সকারের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। চলতি মাসেও তাঁর অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। মেজর লিগ সকারের চলতি মরসুমে টানা ৬ ম্যাচ অপরাজিত ইন্টার মায়ামি। মেসি ভালো পারফরম্যান্স দেখালেই জয় পাচ্ছে তাঁর দল। সেই রেকর্ড ক্রমশঃ উন্নত হচ্ছে।
মেসির কাছে হার নিউ ইয়র্ক রেড বুলসের
ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার আগে মেজর লিগ সকারে টানা ৬ ম্যাচ অপরাজিত ছিল নিউ ইয়র্ক রেড বুলস। কিন্তু মেসির সামনে দ্বিতীয়ার্ধে অসহায় দেখাল তাদের। যদিও ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল নিউ ইয়র্ক । ৩০ মিনিটে প্রথম গোল করেন দান্তে ভ্যানজির। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল নিউ ইয়র্ক। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৮ মিনিটে মেসির পাস থেকে নিজের ও দলের প্রথম গোল করে সমতা ফেরান ম্যাতিয়াস। এরপর ৫০ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাতিয়াস। ৬৮ মিনিটে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করেন সুয়ারেজ। তিনি ৭৫ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করে নিউ ইয়র্কের হয়ে ব্যবধান কমান এমিল ফর্সবার্গ।
লিগ শীর্ষে মেসিরা
মেজর লিগ সকারের চলতি মরসুমে ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ইন্টার মায়ামি। দলকে লিগ চ্যাম্পিয়ন করাই মেসির লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট
Lionel Messi: বিদেশি ষড়যন্ত্রে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি! বিস্ফোরক অভিযোগ চিনের
FIFA Awards 2023: হাল্যান্ড-এমবাপেকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি, মহিলাদের সেরা আইতানা