নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ জয়, ইংলিশ লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

খারাপ সময় কাটিয়ে ফের সগৌরবে প্রত্যাবর্তন ঘটাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ফের এল খেতাব। উচ্ছ্বসিত সারা বিশ্বে ছড়িয়ে থাকা ম্যান ইউ সমর্থকরা।

ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু গত কয়েক বছর ধরেই খারাপ সময় চলছিল। তবে চলতি মরসুমে প্রত্যাবর্তন ঘটিয়েছে ম্যান ইউ। ৬ বছর পর প্রথম ট্রফি এল ওল্ড ট্র্যাফোর্ডে। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ হারিয়ে ইংলিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ মাসের মধ্যেই প্রথম খেতাব এনে দিলেন এরিক টেন হ্যাগ। তাঁর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক নিয়ে ফুটবল মহলে অনেক চর্চা হয়েছে। টেন হ্য়াগের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন রোনাল্ডো। কাকতালীয়ভাবে এরপরেই ঘুরে দাঁড়াল ম্যান ইউ। লিগ কাপ ফাইনালে দাপট দেখিয়ে জয় পেল টেন হ্যাগের দল। ৩৩ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এরপর ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান এই মুহূর্তে ইংল্যান্ডের ফুটবল মহলে সবচেয়ে আলোচিত স্ট্রাইকার মার্কাস র‍্যাশফোর্ড। নিউক্যাসলের স্বেন বটম্যানের আত্মঘাতী গোল হলেও, র‍্যাশফোর্ডের নামেই গোলটি দিয়েছেন রেফারি।

২০১৭ সালে হোসে মরিনহোর কোচিংয়ে লিগ কাপ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান ইউ। তারপর এই প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে ট্রফি এল। এবারের ইউরোপা লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ম্যান ইউ। সম্প্রতি বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে ম্যান ইউ। এফএ কাপ জেতার দৌড়েও আছে টেন হ্যাগের দল। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। ফলে উচ্ছ্বসিত ম্যান ইউ সমর্থকরা।

Latest Videos

নিউক্যাসল ইউনাইটেড শেষবার কোনও বড় ট্রফি পেয়েছিল ১৯৫৫ সালে। সেবার এফএ কাপ চ্যাম্পিয়ন হয় নিউক্যাসল। তারপর থেকে আর কোনও বড় ট্রফি জিততে পারেনি তারা। এবারও তাদের ট্রফির খরা ঘুচল না। প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নিউক্যাসল, কিন্তু ম্যান ইউ রক্ষণে ফাটল ধরানো সম্ভব হয়নি।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন ৩ নম্বরে ম্যান ইউ। ২৪ ম্যাচে ক্যাসেমিরোদের পয়েন্ট ৪৯। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট পেয়েছে। শীর্ষে থাকা আর্সেনাল ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়েছে। ফলে ইপিএল জেতা কঠিন হলেও লড়াইয়ে আছে ম্যান ইউ। এই অবস্থান ধরে রাখতে পারলেও আগামী মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যান ইউ। সেটাই এখন টেন হ্যাগের লক্ষ্য। ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখার পর তাঁকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন টেন হ্যাগ।

আরও পড়ুন-

আল-নাসরের হয়ে ৩ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, উচ্ছ্বসিত অনুরাগীরা

বিশ্বের অন্যতম সুন্দরী ফুটবলার, সোশ্যাল মিডিয়া সেনসেশন আলিশা লেম্যান

মেসি, বুসকেটসকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি, জানালেন কোচ ফিল নেভিল

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)