- Home
- Sports
- Football
- আল-নাসরের হয়ে ৩ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, উচ্ছ্বসিত অনুরাগীরা
আল-নাসরের হয়ে ৩ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, উচ্ছ্বসিত অনুরাগীরা
- FB
- TW
- Linkdin
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এবারের ব্যালন ডি'অর দেওয়ার দাবি অনুরাগীদের
কাতার বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের সুবাদে এবার ব্যালন ডি'অর পাওয়ার দৌড়ে এগিয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই এই সম্মান দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে গত ৩ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সৌদি প্রো লিগে শনিবার রাতে দামাকের বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ২৩ ও ৪৪ মিনিটে আরও দু'টি গোল করে হ্য়াটট্রিক সম্পূর্ণ করেন রোনাল্ডো।
সৌদি প্রো লিগে সর্বাধিক গোলদাতা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সৌদি প্রো লিগে ইতিমধ্যেই ৮ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখন সর্বাধিক গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে। যেভাবে এগিয়ে চলেছেন, তাতে সর্বাধিক গোলদাতা হতেই পারেন রোনাল্ডো।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর সমস্যায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এখন ফের ছন্দে
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গ বিরোধের জেরে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তারপর সৌদি আরবের লিগে খেলা শুরু করার পর প্রথমদিকে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না রোনাল্ডো। তবে এখন তিনি সেরা ফর্মের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।
এখনও পর্যন্ত ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফের কি এই সম্মান পাবেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি এবার ফের ব্যালন ডি'অর সম্মান পাবেন? এই পর্তুগিজ তারকার অনুরাগীরা সৌদি প্রো লিগের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেও, সেই সম্ভাবনা কিন্তু কম।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে অষ্টম ব্যালন ডি'অর জেতার দৌড়ে এগিয়ে লিওনেল মেসি
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। ক্লাব দল প্যারিস সাঁ জা-র হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মেসি। ফলে ফের ব্যালন ডি'অর জিততে পারেন আর্জেন্টিনার অধিনায়ক।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপটে সৌদি প্রো লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর
সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের সঙ্গে টক্কর চলছে আল-নাসরের। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর। সম সংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট পিছনে আল-ইত্তিহাদ।
সৌদি প্রো লিগের পরবর্তী ম্যাচে আল-বাতিনের মুখোমুখি হতে চলেছে আল-নাসর
৩ মার্চ সৌদি প্রো লিগের পরবর্তী ম্যাচে আল-বাতিনের মুখোমুখি হচ্ছে আল-নাসর। সেই ম্যাচে গোলসংখ্যা বাড়ানোই লক্ষ্য থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।