Erik ten Hag: জোরালো হচ্ছে দাবি, চলতি মরসুম শেষের আগেই এরিক টেন হ্যাগকে ছাঁটাই ম্যান ইউয়ের?

সংক্ষিপ্ত

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলকে পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারেননি। উল্টে বিতর্কে জড়িয়েছেন এরিক টেন হ্যাগ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-৪ হারের পর ছাঁটাই হওয়ার পথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগ। প্রাক্তন স্ট্রাইকার মাইকেল আওয়েন ও প্রাক্তন মিডফিল্ডার পল স্কোলস ম্যান ইউ ম্যানেজার বদলের দাবি তুলেছেন। চলতি মরসুম শেষ হওয়ার আগেই ম্যান ইউ ম্যানেজার বদলের দাবি উঠছে। চলতি মরসুমের বাকি ম্যাচগুলির জন্য ম্যানেজার হিসেবে স্টিভ ম্যাকলারেনকে নিয়োগ করার দাবি জানানো হচ্ছে। প্রাক্তন ফুটবলারদের মতোই ম্যান ইউ সমর্থকরাও ম্যানেজার বদলের দাবি জানাচ্ছেন। সবাই দলের ব্যর্থতায় হতাশ ও ক্ষুব্ধ। ম্যানেজার হিসেবে টেন হ্যাগের কাজে কেউই খুশি নন।

অবিলম্বে ম্যানেজার বদলের দাবি আওয়েনের

Latest Videos

টেন হ্যাগের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে আওয়েন বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, টেন হ্যাগ এই দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি নন। উনি আগামী মরসুমে এই দলের ম্যানেজার হিসেবে থাকতে পারেন না। ম্যান ইউ এখন যেভাবে খেলছে, তাতে চলতি মরসুমের বাকি ম্যাচগুলিতে কিছুই করতে পারবে না। এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে বিধ্বস্ত হবে। প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। নিউক্যাসল, ব্রাইটনের বিরুদ্ধও হয়তো জয় পাবে না ম্যান ইউ। টেন হ্যাগকে ম্যানেজার হিসেবে রাখলে হবে না। উনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হওয়ার যোগ্য নন।’

টেন হ্যাগের সমালোচনায় স্কোলস

আওয়েনের মতোই টেন হ্যাগের তীব্র সমালোচনা করে প্রাক্তন সতীর্থ স্কোলস বলেছেন, ‘ক্রিস্টাল প্যালেসের কাছে হারের ফলে টেন হ্যাগের কফিনে শেষ পেরেক পড়ে গেল। দল কীভাবে সাফল্য পাবে, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। সাফল্য পাওয়ার জন্য চেষ্টাও দেখা যাচ্ছে না। সেটা সবচেয়ে হতাশাজনক। আমার মনে হচ্ছে, টেন হ্যাগকে আর দায়িত্বে রাখা হবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhradeep Saha: ৫ গোলে জিতে 'অ্যাংরি র‍্যান্টম্যান' অভ্রদীপ সাহাকে শ্রদ্ধার্ঘ্য চেলসির

Lionel Messi: নতুন রেকর্ড লিওনেল মেসির, মেজর লিগ সকারে বড় জয় ইন্টার মায়ামির

UEFA Champions League: পোস্টে ধাক্কা খেল পিএসজি-র চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর