Abhradeep Saha: ৫ গোলে জিতে 'অ্যাংরি র‍্যান্টম্যান' অভ্রদীপ সাহাকে শ্রদ্ধার্ঘ্য চেলসির

গত ৩ দশকে কলকাতা-সহ বাংলায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বাংলার ফুটবলপ্রেমীদেরও সম্মান জানাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি।

বাংলার প্রয়াত ফুটবলপ্রেমী ও ইউটিউবার অভ্রদীপ সাহার প্রতি শ্রদ্ধা জানাল চেলসি। রবিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন 'অ্যাংরি র‍্যান্টম্যান' অভ্রদীপকে শ্রদ্ধা জানানো হল। চেলসির সমর্থক ছিলেন অভ্রদীপ। এই ম্যাচের বিরতির সময় অভ্রদীপকে শ্রদ্ধা জানানো হয়। চেলসির ম্যাচ ডে ম্যাগাজিনেও জায়গা হয়েছে অভ্রদীপের। তাঁকে চেলসি সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বাঙালি ফুটবলপ্রেমীকে শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, 'অভ্রদীপ সাহা ওরফে অ্যাংরি র‍্যান্টম্যান ইউটিউবে চেলসির আবেগপ্রবণ কণ্ঠ ছিলেন। এই কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে। তিনি আগুনে কণ্ঠের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিলেন। তিনি সবার মধ্যে প্রাণশক্তি ও রসিকতা সঞ্চার করেন। আ ডাই-হার্ড ব্লু ফরএভার।' চেলসি সমর্থকদের কাছেও জনপ্রিয় ছিলেন 'অ্যাংরি র‍্যান্টম্যান'। এই কারণে তাঁর প্রতি চেলসির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোয় সবাই খুশি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। চেলসি সমর্থকরাও অভ্রদীপকে শ্রদ্ধা জানাচ্ছেন।

৫ গোলে জয় চেলসির

Latest Videos

অভ্রদীপকে শ্রদ্ধা জানানোর দিন ৫ গোলে জয় পেল চেলসি। এই ম্যাচের ১৫ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে যায় ব্লুজ। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কনর গ্যালাঘার। ৩৬ মিনিটে তৃতীয় গোল করেন ননি ম্যাডুয়েকে। এরপর ৪৮ মিনিটে চতুর্থ গোল করেন নিকোলাস জ্যাকসন। তিনিই ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

 

 

জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ

মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভ্রদীপ। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তিনি প্রয়াত হন। ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম হয় অভ্রদীপের। তিনি ২০১৭ সাল থেকে ইউটিউবার হিসেবে কাজ শুরু করেন। অল্পদিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন তিনি।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhradeep Saha: মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত 'ফুটবল র‍্যান্ট' অভ্রদীপ সাহা

Lionel Messi: নতুন রেকর্ড লিওনেল মেসির, মেজর লিগ সকারে বড় জয় ইন্টার মায়ামির

ISL Final: ফের আইএসএল ফাইনালে নায়ক বিপীন সিং, ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার মোহনবাগানের

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari