Merdeka Cup: নিশ্চিত গোল বাতিল, মারডেকা কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

Published : Oct 13, 2023, 08:33 PM ISTUpdated : Oct 13, 2023, 09:19 PM IST
Disallowed Goal

সংক্ষিপ্ত

এবারের ডুরান্ড কাপ, আইএসএল-এ রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার মারডেকা কাপেও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হল। রেফারিং নিয়ে ভারতীয় শিবিরে তীব্র ক্ষোভ।

মারডেকা কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ২-৪ গোলে হেরে গেল ভারতীয় দল। স্কোর দেখে মনে হতে পারে ভারতীয় দল খেলতেই পারেনি। কিন্তু যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানেন কতটা ভালো খেলেছেন নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতেরা। একাধিক শট বারে লেগেছে। নিশ্চিত গোল দেননি রেফারি। না হলে হয়তো জয়ই পেত ভারত। ম্যাচের শেষে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করছে ভারতীয় দল। ফুটবলপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে এই ধরনের পক্ষপাতিত্বমূলক রেফারিং মেনে নেওয়া যায় না। মারডেকা কাপের মতো টুর্নামেন্টে কেন ভিএআর থাকবে না, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল পাননি ভারতের প্রধান কোচ ইগর স্টিম্যাচ। তা সত্ত্বেও লড়াই করে ভারতীয় দল। মারডেকা কাপে অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই খেলতে গিয়েছে ভারত। শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। সারা ম্যাচে লড়াই করল ভারতীয় দল। কিন্তু বাধা হয়ে দাঁড়াল রেফারিং ও বার। এই ২ বাধা অতিক্রম করা যে কোনও দলের পক্ষেই কঠিন। ভারতীয় দলও জিততে পারল না।

এদিন ম্যাচের শুরু থেকেই ভারতের দাপট ছিল। ২ মিনিটের মাথায় রোহিতের শট পোস্টে লেগে ফিরে আসে। গুরপ্রীত সিং সান্ধু লেফট উইংয়ে আকাশ মিশ্রকে বল বাড়ান। সেই বল ধরে ছুটতে শুরু করেন আকাশ। এরপর তিনি বক্সে বল বাড়ান। সেই বল ধরে বক্সের বাইরে থেকে শট নেন রোহিত। কিন্তু তিনি অল্পের জন্য গোল পাননি। ৭ মিনিটে প্রথম গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন ডিয়নজোহান। তবে ৬ মিনিটের মধ্যেই সমতা ফেরায় ভারত। রাইট উইং দিয়ে অসাধারণ দৌড়ের পর বক্সে ক্রস বাড়ান নিখিল পূজারি। সেই ক্রসে পা ঠেকান ছাংতে। সেই বলেই অসাধারণ ভলিতে গোল করে সমতা ফেরান মহেশ। কিন্তু ১৯ মিনিটে নিখিলের ভুলে পেনাল্টি পেয়ে যায় মালয়েশিয়া। বক্সের মধ্যে ড্যারেনকে ফাউল করেন নিখিল। গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন আরিফ আইমান। ৪২ মিনিটে ব্যবধান বাড়ায় মায়লেশিয়া। মেহতাব সিংয়ের ভুলে বল পেয়ে যান আরিফ। তিনি পাস দেন ফয়সলকে। গোল করতে ভুল করেননি ফয়সল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করছিল ভারত। ৫১ মিনিটে গোল করে ব্যবধান কমান সুনীল ছেত্রী। এরপর ৫৭ মিনিটে ছাংতের নিশ্চিত গোল দেননি রেফারি। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান করবিন। এরপরেও লড়াই চালাতে থাকে ভারত। কিন্তু আর গোল করা সম্ভব হয়নি।

আরও পড়ুন-

Fact Check: ম্যাচের প্যালেস্টাইনের পতাকা হাতে উদ্‌যাপন রোনাল্ডোর! জানুন সত্যিটা কী...

Cristiano Ronaldo: 'তুমি থামবে কোথায়?' অবসর নিয়ে পরিকল্পনা জানালেন রোনাল্ডো

PREV
click me!

Recommended Stories

আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Messi in Kolkata: মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি