বুধবার রাতে গোকুলমের বিরুদ্ধে লড়াই, জিতলেই সুপার কাপের মূলপর্বে মহামেডান স্পোর্টিং

শনিবার শুরু হচ্ছে সুপার কাপের মূলপর্ব। তার আগে আই লিগের দলগুলির মধ্যে চলছে যোগ্যতা অর্জন পর্বের লড়াই। মহামেডান স্পোর্টিং ক্লাবও মূলপর্বের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে।

Web Desk - ANB | Published : Apr 5, 2023 8:02 AM IST / Updated: Apr 05 2023, 02:27 PM IST

বুধবার সুপার কাপের সেকেন্ড কোয়ালিফাইং রাউন্ডে জোড়া ম্যাচ। প্রথমে বিকেল ৫টায় শ্রীনিধি ডেকানের মুখোমুখি হচ্ছে নেরোকা এফসি। এরপর রাত সাড়ে ৮টায় গোকুলম কেরালা এফসি-র মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এই দু'টি ম্যাচে যে দল জিতবে, তারা সরাসরি সুপার কাপের গ্রুপ পর্বে পৌঁছে যাবে। বাংলার ফুটবলপ্রেমীরা তাকিয়ে মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচের দিকে। সাদা-কালো ব্রিগেড যদি এই ম্যাচে জয় পায়, তাহলে গ্রুপ সি-তে এটিকে মোহনবাগান, এফসি গোয়া ও জামশেদপুর এফসি-র সঙ্গে থাকবে। সেটা হলে সুপার কাপের গ্রুপ পর্বেই কলকাতা ডার্বি দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। সেই আশাতেই সাদা-কালো জনতা। মোহনবাগান সমর্থকরাও উত্তেজক ম্যাচ দেখার আশায় বুধবার গোকুলমের বিরুদ্ধে মহামেডান স্পোর্টিংয়ের জয় চাইছেন।

এই ম্যাচের আগে সাদা-কালো শিবির আত্মবিশ্বাসী। প্রধান কোচ প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডু বলেছেন, 'গোকুলম ওদের ঘরের মাঠে খেলছে। তবে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এএফসি কাপের যোগ্যতা অর্জন করাই আমাদের লক্ষ্য। এটা ক্লাব ও খেলোয়াড়দের কাছে বড় অনুপ্রেরণা।'

গোকুলমের কোচ ফ্রান্সেস্ক বনেট ঘরের মাঠে খেলা হলেও বিপক্ষ দলকে খাটো করে দেখতে নারাজ। তিনি বলেছেন, 'মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগের অন্যতম সেরা দল। সুপার কাপে আইএসএল-এর দলগুলি খেলছে। ফলে আই লিগের দলগুলির লড়াই কঠিন। সব দলকেই লড়াই করতে হবে। আমরা ঘরের মাঠে দর্শকদের সমর্থন পাব। দর্শকরা আমাদের ভালো ফল করতে সাহায্য করবেন।'

এবারের আই লিগে ৭ নম্বরে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ৩ নম্বরে ছিল গোকুলম। দু'বার মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং ও গোকুলম। দু'দলই একবার করে জয় পায়। ফলে কোনও দলই এগিয়ে থেকে খেলতে নামছে না। তবে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে মহামেডান স্পোর্টিং।

এবারের আই লিগে দ্বিতীয় স্থানে ছিল শ্রীনিধি ডেকান। বুধবারের ম্যাচের আগে হায়দরাবাদের দলটির কোচ কার্লোস ভাজ পিন্টো বলেছেন, 'আই লিগ শেষ হওয়ার পর আমরা যে সময় পেয়েছি, তাতে দলকে নতুন করে গুছিয়ে নিতে পেরেছি। খেলোয়াড়রা সবাই পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। ফলে আমরা সুপার কাপে ভালো পারফরম্যান্সের আশায় আছি।'

ফার্স্ট কোয়ালিফাইং রাউন্ডে টাইব্রেকারে রাজস্থান এফসি-কে হারিয়ে দিয়েছে নেরোকা এফসি। এবার শ্রীনিধি ডেকানের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যেই নামছে নেরোকা। কোচ গিয়ান ময়ন বলেছেন, রাজস্থানের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলের সবাই লড়াই করতে তৈরি।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলের দায়িত্বে আইএসএল চ্যাম্পিয়ন কোচ সার্জিও লোবেরা

শনিবার শুরু সুপার কাপের গ্রুপ পর্ব, নজর থাকবে এই ফুটবলারদের উপর

সাপ ধরার প্রশিক্ষণ নিচ্ছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন

Share this article
click me!