Mohun Bagan CFL 2025: জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করবে মোহনবাগান?

Published : Jul 11, 2025, 01:17 PM IST
Mohun Bagan CFL 2025

সংক্ষিপ্ত

Mohun Bagan CFL 2025: ফের জয়ের আশায় মোহনবাগান। এবার তাদের সামনে জর্জ টেলিগ্রাফ। 

Mohun Bagan CFL 2025: মোহনবাগানের লক্ষ্য কলকাতা লিগে ভালো ফল করা। আর সেইজন্যই জয়ের হ্যাটট্রিক টি সেরে ফেলতে চাইছে তারা। চলতি কলকাতা লিগে নিজেদের শেষ দুটি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। 

যা আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে মোহনবাগানের 

এবার সেই আত্মবিশ্বাসে ভর করেই শুক্রবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত রাখার লক্ষ্যে নামছে তারা। দলের ফুটবলারদের রীতিমতো তাতিয়ে দিয়েছেন কোচ ডেগি কর্ডোজো। আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো ফল করাই লক্ষ্য জর্জ টেলিগ্রাফ কোচ সায়ন্তন দাস রায়ের।

যদিও প্রথম ম্যাচে প্রথম ম্যাচে পুলিশ এসি-র বিরুদ্ধে পরাজয়ের পর, প্রশ্ন উঠতে শুরু করেছিল মোহনবাগানের দল নির্বাচন নিয়ে। কিন্তু সেই দল নিয়েই আবার পরের দুটি ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং তৃতীয় ম্যাচে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে যোগ্য জবাব দিয়েছেন সন্দীপ মালিকরা। 

অধিনায়ক সন্দীপ দারুণ ফর্মে রয়েছেন 

পরপর দুটি ম্যাচে দলের প্রথম গোলটি এসেছে তাঁর পা থেকেই। এমনকি, জর্জের বিরুদ্ধেও তিনি যে বড় ভরসা হতে চলেছেন, সেই কথা বলাই বাহুল্য। তবে এই ম্যাচে দলে বদল আসতে পারে। কারণ, শেষ ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেছেন ফরোয়ার্ড সালাউদ্দিন আদনান। অতএব, তাঁর পরিবর্তে জর্জ ম্যাচে শুরু থেকেই খেলতে পারেন শিবম মুণ্ডা। 

প্রসঙ্গত, রেলওয়ে এফসি-র বিরুদ্ধে অনবদ্য গোল করেছিলেন তিনি। অপরদিকে, পায়ের পেশিতে চোট রয়েছে মিডফিল্ডার মিংমা শেরপার। ফলে, তাঁর জায়গায় গুরনাজ সিং গ্রেওয়ালের শুরু করার সম্ভাবনাই বেশি। তবে কোচিং কোর্সের জন্য শেষ ম্যাচে বেঞ্চে না  থাকলেও, শুক্রবার ডাগআউটে থাকার কথা রয়েছে তাঁর।

দুই দলের কোচ কী বলছেন?

কোচ ডেগি জানিয়েছেন, “আপাতত একটা করে ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এখন শুধু আগামী ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে চাই। ১৬ তারিখের ম্যাচের পর, ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করব।” 

জর্জ কোচ সায়ন্তনের কথায়, “আমরা শেষ দু’টো ম্যাচে হেরেছি। ফলে, একটু তো চাপ থাকবেই। আর সেখানে মোহনবাগান যথেষ্ট বড় দল। তবে আমরা প্রতিপক্ষকে নিয়ে একদমই ভয় পাচ্ছি না।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের