দুর্ভেদ্য এবার সবুজ মেরুন রক্ষণ! মোহনবাগানে চলে এলেন এই ডিফেন্ডার, রইল পরিসংখ্যান

ভারতীয় ফুটবলের মানচিত্রে, অন্যতম একটি বড় সাইনিং। দলবদলের বাজারে ফের একবার চমক দিল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুনে সই করলেন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেড (Tom Aldred)।

ভারতীয় ফুটবলের মানচিত্রে, অন্যতম একটি বড় সাইনিং। দলবদলের বাজারে ফের একবার চমক দিল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুনে সই করলেন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেড (Tom Aldred)।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড।

Latest Videos

আর আগামী মরশুমে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। স্বভাবতই, শক্তিশালী দলগঠনের দিকে নজর দেন সবুজ মেরুন কর্তারা। তাই অ্যালড্রেডকে পেতে শুরু থেকেই ঝাঁপায় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শেষপর্যন্ত, তাঁকে সই করিয়েই ছাড়ল টিম ম্যানেজমেন্ট।

নিঃসন্দেহে বলা চলে, আসন্ন মরশুমের জন্য একটি বড় সাইনিং। দলের রক্ষণভাগকে মজবুত করার লক্ষ্যেই স্কটিশ (Scotish) সেন্ট্রাল ডিফেন্ডার (Central Defender) টম অ্যালড্রেডকে (Tom Aldred) দলে নিল মোহনবাগান। এই ৩৩ বছর বয়সী ফুটবলারটির জন্ম ইংল্যান্ডে (England) হলেও, স্কটল্যান্ড (Scotland) যুব দলের হয়ে চুটিয়ে ফুটবল খেলেন তিনি।

আরও পড়ুনঃ

অপেক্ষার অবসান! মোহনবাগানে চলে এলেন বিধ্বংসী এই ভারতীয় মিডফিল্ডার

ক্লাব ফুটবলেও বেশ অভিজ্ঞ টম। খেলেছেন ওয়াটফোর্ড (Watford)এবং ষ্টকপোর্ট কাউন্টি (Stockport County) ক্লাবের হয়ে। এছাড়াও স্কটিশ প্রিমিয়ার লিগেই (Scotish Premier League) খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারটির। সেইসঙ্গে, কলকেস্টার ইউনাইটেড (Colchester United), ব্ল্যাকপুল এফসি(Blackpool) এবং অস্ট্রেলিয়ান ‘এ-লিগের’ (A-League) ক্লাব ব্রিসবেন রোরের (Brisbane Roar) রক্ষণভাগকেও ভরসা জুগিয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডারটি। টম অ্যালড্রেড মূলত খেলেন সেন্টার-ব্যাক (Centre-Back) পজিশনে।

ব্রিসবেন রোরের হয়ে গোলও রয়েছে তাঁর ঝুলিতে। সেইসঙ্গে, নজরকাড়া পারফরম্যান্স রয়েছে লিগ ওয়ানেও (League One)। ফলে, এইরকম একজন দক্ষ ফুটবলারের (Footballer) সার্ভিস এবার পেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার, দলের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সেই কথা।

অন্যদিকে, মোহনবাগানে সই করে টম অ্যালড্রেড জানিয়েছেন, “আমি ভীষণ খুশি। সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে পারব ভেবে গর্ববোধ হচ্ছে।” সেইসঙ্গে, সবুজ মেরুন হেডস্যার জোসে মোলিনা (Jose Francisco Molina) বলেছেন, “ও এরিয়াল বলে মারাত্মক কন্ট্রোল নিতে পারে। আশা করছি আমাদের দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিতে পারবে অ্যালড্রেড।”

সবমিলিয়ে, মরশুম শুরু আগেই নিজেদেরকে একেবারে গুছিয়ে নিচ্ছে বাগান শিবির।

আরও পড়ুনঃ

CFL 2024: প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান, ভবানীপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari