ভরসা বাড়ছে তাঁর ওপর, মোহনবাগান রক্ষণ সামলাতে ফিরছেন তিনি সবুজ মেরুনে?

ঘরের ছেলে কি ঘরে ফিরছেন? জল্পনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, মোহনবাগানে (Mohun Bagan) ফিরতে পারেন প্রীতম কোটাল (Pritam Kotal)।

ঘরের ছেলে কি ঘরে ফিরছেন? জল্পনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, মোহনবাগানে (Mohun Bagan) ফিরতে পারেন প্রীতম কোটাল (Pritam Kotal)।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড।

Latest Videos

আর এবারও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাই ঘরের ছেলেকে দলে ফেরাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা।

সূত্রের খবর, প্রীতমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। শোনা যাচ্ছে, সবুজ মেরুনে ফিরতে চলেছেন এই বাঙালি রাইট-ব্যাক। একসময় মোহনবাগান এবং প্রীতম কোটাল কার্যত সমার্থক ছিলেন। কিন্তু পরবর্তীতে যোগ দেন আইএসএল-এর আরেক ক্লাব কেরালা ব্লাস্টার্সে (Kerala Blasters)।

সেইসময় মোহনবাগানের (Mohun Bagan Club) কোচ ছিলেন জুয়ান ফেরান্দো। যিনি নিজেই খারাপ পারফরম্যান্সের জন্য পরে চাকরি খোয়ান। কিন্তু সেইসব এখন অতীত। সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রীতমকে মোহনবাগানে ফেরানোর ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী কর্তারা।

আরও পড়ুনঃ 

তাঁর আক্রমণে বিপক্ষ হবে ছারখার, মোহনবাগানে যোগ দিয়ে কী বললেন ম্যাকলারেন?

সবথেকে বড় বিষয়, প্রীতম একইসঙ্গে সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক, দুই পজিশনেই খেলতে যথেষ্ট পারদর্শী। তাছাড়া কলকাতা ময়দানে যথেষ্ট অভিজ্ঞ তিনি। ফলে, তাঁকে সই করানো মানে দলের শক্তি নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি পাবে।

এখনও পর্যন্ত আইএসএল-এর মঞ্চে ১৬২টি ম্যাচে মাঠে নেমেছেন প্রীতম। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি ক্লিনশিট, ৩৫৬টি ইন্টারসেপশন এবং ৬৭০টি রিকভারি। সেইসঙ্গে, ৭৬টি ব্লকিং, ৮টি অ্যাসিস্ট এবং ৪১৮টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। শুধু তাই নয়, ৫৮টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তিনি নিজেও করেছেন ৫টি গোল।

আর তাই এহেন একজন বাঙালি স্কিলফুল ফুটবলারকেই এবার ফের দলে ফেরাতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন