East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার

কয়েকদিন পরেই শুরু হচ্ছে মরসুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ। কিন্তু এখনও দলবদলের পালা চলছে। একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল।

কেরালা ব্লাস্টার্সের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তকের পর এবার এক ভারতীয় উইঙ্গারকেও দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। সবকিছু ঠিকঠাক থাকলে লাল-হলুদ জার্সি পরে খেলবেন তরুণ উইঙ্গার রাহুল কে পি। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কাড়েন রাহুল। এরপর আই লিগ, আইএসএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ। এবার তাঁকে দলে নিয়ে আক্রমণকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখরের সঙ্গে রাহুলও থাকলে লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে ব্যবহার করার সুযোগ পাবেন। রাহুলের গতি আছে। তাঁর ড্রিবলিং, পাসিংও ভালো। এই দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করবে ইস্টবেঙ্গল।

আইএসএল-এ যথেষ্ট অভিজ্ঞ রাহুল

Latest Videos

কেরালার ২৪ বছর বয়সি উইঙ্গার রাহুল ২০১৯ সালে কেরালা ব্লাস্টার্সে যোগ দেন। আইএসএল-এ এখনও পর্যন্ত ৭০ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। তিনি ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের অনেক গোল করতেও সাহায্য করেছেন। ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার পাশাপাশি অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন রাহুল। ২০২২ থেকে সিনিয়র জাতীয় দলের হয়ে খেলছেন এই তরুণ। সিনিয়র জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। তিনি অবশ্য এখনও সিনিয়র জাতীয় দলের হয়ে গোল করতে পারেননি। তবে গত এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে ভারতের একমাত্র গোল করেন রাহুলই।

লাল-হলুদের ষষ্ঠ বিদেশি নিয়ে জল্পনা

এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ালিফিকেশন পর্বের ম্যাচ খেলবে বলে সর্বাধিক সাত জন বিদেশি ফুটবলারকে দলে নিতে পারবে ইস্টবেঙ্গল। তবে এখনও পর্যন্ত পাঁচজন বিদেশি ফুটবলার দলে যোগ দিয়েছেন। ষষ্ঠ বিদেশি ফুটবলার কে হবেন, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Anwar Ali: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত, মানহানির মামলা দিল্লি এফসি-র, ফাঁসবে মোহনবাগান?

East Bengal: শেষ রাতেও বিমানবন্দরে কয়েক হাজার সমর্থক, কলকাতায় পৌঁছেই সমর্থকদের আবেগ টের পেলেন লাল-হলুদের দিমি

Manolo Marquez: ভারতীয় ফুটবলে আজব কাণ্ড, এফসি গোয়ার কোচ হিসেবে থেকেও জাতীয় দলের দায়িত্বে মানোলো মার্কুয়েজ!

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech