Mohun Bagan Transfer Update: ছুটবে আবার পালতোলা নৌকা! মোহন জনতাকে মাতাতে আসছেন তিনি?

Published : May 25, 2025, 05:14 PM ISTUpdated : May 25, 2025, 06:49 PM IST

Mohun Bagan Transfer Update: দল গোছানোর কাজ দ্রুত শুরু করতে চাইছে মোহনবান টিম ম্যানেজমেন্ট (mohun bagan team management)। 

PREV
110
বেশি দেরি না করে দল গোছানোর কাজটি সেরে ফেলতে চাইছে মোহনবাগান (Mohun Bagan)

আগামী মরশুমেও ধারাবাহিক সাফল্য বজায় রাখাই প্রধান লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের।

210
কারণ, আসন্ন মরশুমেও একাধিক প্রতিযোগিতায় খেলতে নামতে হবে তাদের

তাই আক্ষরিক অর্থেই কোমর বেঁধে নেমেছেন কর্তারা (team officials)।

310
এমনিতেই গত মরশুমে চূড়ান্ত সাফল্য এসেছে

একদিকে আইএসএল শিল্ড এবং অন্যদিকে আইএসএল ট্রফি, দুটিই জিতে নিয়েছে মোহনবাগান (mohun bagan transfer rumours)। 

410
অতএব, আগামী মরশুমেও সেই পারফর‍্ম্যান্সকে ধরে রাখতে বদ্ধপরিকর সবুজ মেরুন ব্রিগেড

প্রধানত, এই দুরন্ত বোঝাপড়াকে কাজে লাগিয়েই আসন্ন মরশুমে এএফসি (AFC) এবং আইএসএল (Indian Super League) সহ অন্যান্য প্রতিযোগিতায় খেলতে নামার পরিকল্পনা করছে তারা। 

510
সবুজ মেরুন জনতার সেই আনন্দ কিন্তু আরও বেড়ে যেতে পারে

কারণ, পালতোলা নৌকা আবারও ছুটবে তার নিজের গতিতেই। দলবদলের বাজারে এবার একটি বড় নাম চলে এসেছে মোহনবাগানের রাডারে (mohun bagan transfer secret)। 

610
তিনি হলেন মেহতাব সিং (Mehtab Singh)

সূত্রের খবর, সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট চাইছে মেহতাবকে। 

710
প্রসঙ্গত, ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারটি গত মরশুমে খেলেন মুম্বই সিটি এফসি-র হয়ে

তিনি অনেকদিন ধরেই এই দলের হয়ে মাঠে নামছেন। তবা শোনা যাচ্ছে, এবার হয়ত তাঁর ঠিকানা বদলে যেতে পারে। কারণ, সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি সই করতে পারেন মোহনবাগানে (mohun bagan news today)। 

810
মেহতাব আবার জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন

মূলত তিনি খেলেন সেন্টার-ব্যাক পজিশনে। সবথেকে বড় বিষয়, ক্লাব ফুটবলে তাঁর পরিসংখ্যান যথেষ্ট ভালো। গত মরশুমে মুম্বইয়ের হয়ে ২৩টি ম্যাচে মাঠে নেমে ১০টি ক্লিনশিট রেখেছেন এই তরুণ প্রতিভাবান ফুটবলারটি। তাছাড়া মেহতাবের নামের পাশে রয়েছে ১৮টি ইন্টারসেপশন, ১৯টি ব্লকিং এবং ১১৪টি রিকভারি। 

910
অন্যদিকে, দলের স্বার্থে একটি গোলও করেছেন

মেহতাব ১৩৫৩টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে এবং ৮টি সুযোগও তৈরি করেছেন গোলের জন্য। শুধু তাই নয়, ৯৮টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। 

1010
তাই নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, এই ফুটবলারটি দলে আসলে সবুজ মেরুনের শক্তি আরও বৃদ্ধি পাবে

তবে বিষয়টি এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি। বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories