Tutu Bose Resignation Mohun Bagan: ক্লাব নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন চমক মোহনবাগানেন (Mohun Bagan)।
Tutu Bose Resignation Mohun Bagan: মোহনবাগান ক্লাবে নির্বাচনের আগে হঠাৎ করেই চমক মোহনবাগানে। সোমবার, ক্লাব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন টুটু বসু। বিদায়ী সচিব এবং কার্যকরী সমিতির সদস্যদের চিঠি লিখে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
টুটুবাবুর কথায়, নিজের মনের কথা নির্দ্বিধায় সদস্যদের কাছে বলার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। তাহলে প্রশ্ন উঠছে যে, ছেলে সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করবেন বলেই কি এবার সরাসরি ইস্তফা দিয়ে দিলেন স্বপনসাধন বসু তথা ময়দানের টুটু বসু?
প্রসঙ্গত, সবুজ মেরুনের নির্বাচনে এবার জোরালোভাবে লড়াইতে আছেন সৃঞ্জয় বসু। এদিন টুটু বসু নিজের ইস্তফাপত্রে লিখেছেন, “ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের প্রতি আমারও কিছু বলার দরকার আছে। কোন কমিটি আসবে এবং তাতে কারা কারা থাকবেন, সেটা সদস্যরা সবাই মিলে ঠিক করবেন। কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। সভাপতির চেয়ারে বসে থেকে কোনও একটি পক্ষের হয়ে প্রচার করা উচিত নয়। কারণ, চেয়ার বা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি। এবারও আমি তা করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি। দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা আমি নির্দ্বিধায় প্রিয় সদস্যদের বলতে পারি।”

তবে ক্লাবের একাংশের ধারণা, আগামীদিন নিজের পুত্র সৃঞ্জয়ের হয়ে প্রচার করতে দেখা যেতে পারে তাঁকে। এদিকে আবার আইএসএল জয়ের পরেই মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কআকে আবেগতাড়িত বার্তা পাঠিয়েছিলেন টুটু বসু। তবে বর্তমান ক্লাব সচিব দেবাশিস দত্তকে তিনি আদৌ কোনও অভিনন্দনসূচক বার্তা পাঠিয়েছেন বলে শোনা যায়নি।
এমনকি, সদ্য কয়েকদিন আগে পয়লা বৈশাখে ভবানীপুর ক্লাবেই বারপুজো করেছিলেন সৃঞ্জয় বসু। তবে সবুজ মেরুনের এবারের নির্বাচনের যা গতিপ্রকৃতি, তাতে দেবাশিসকে হারিয়ে সৃঞ্জয়ের মোহনবাগান সচিব হিসেবে ফিরে আসা নিয়ে ক্লাবের অন্দরে খুব একটা অনিশ্চয়তা এখনও দেখা যাচ্ছে না বলেই খবর। বাকিটা উত্তর দেবে সময়।
তবে সেই আবহেই সোমবার আচমকা পদত্যাগ করলেন টুটু বসু। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিজের মনের কথা নির্দ্বিধায় সদস্যদের কাছে বলতে চাইছেন তিনি। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। তাহলে এখন প্রশ্ন হল, ছেলে সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করবেন বলেই কি এবার সরাসরি ইস্তফা দিয়ে দিলেন স্বপনসাধন বসু তথা ময়দানের টুটু বসু?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
