সংক্ষিপ্ত

Mohun Bagan Jose Molina: চূড়ান্ত সাফল্য একটা দলের। যার নেপথ্যে আছেন তিনি।

Mohun Bagan Jose Molina: জোসে মোলিনা (Jose Molina), এই নামটাই যেন মোহনবাগান সমর্থকদের কাছে একটা আবেগ এবং ভরসার জায়গা। যে কোচের হাত ধরে এসেছে আইএসএল শিল্ড (ISL Shield) এবং আইএসএল ট্রফি (ISL Trophy)। কার্যত, দ্বিমুকুট জয়। আর সেই কোচ কি পরের মরশুমে থাকছেন? তা নিয়েই ছিল জল্পনা।

 

View post on Instagram
 

 

উল্লেখ্য, চলতি মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছে সবুজ মেরুন ব্রিগেড। বিশেষ করে আইএসএলে রীতিমতো অপ্রতিরোধ্য ছিল তারা। কার্যত, পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে নক আউট খেলতে নামে মোহনবাগান (Mohun Bagan)। সেখানেও যথেষ্ট লড়াই করেই ফাইনালে ওঠে তারা। কারণ, জামেশদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত হন শুভাশিসরা। কিন্তু দ্বিতীয় লেগে সেই জামশেদপুরকে হারিয়েই ফাইনালে পৌঁছয় সবুজ মেরুন ব্রিগেড (Green & Maroon Brigade)। 

সবথেকে বড় বিষয়, সেই কঠিন সময়ে দাঁড়িয়েও হাল ছাড়েননি মোলিনা। ফাইনাল ম্যাচের আগে বলেন, “আমরা এখন শুধুমাত্র ফাইনালে ফোকাস করতে চাই। ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে। আগে কী হয়েছে, ভুলে যেতে চাই। সামনে শুধু ফাইনাল। নিজেদের সেরাটাই উজাড় করে দেব। সমর্থকদের কাপটা উপহার দিতে চাই।"

আর বাস্তবে মোহনবাগান সেটাই করে দেখাল। ঐতিহাসিক সেই ফাইনাল ম্যাচে কামিংসের পেনাল্টি থেকে সমতা ফেরানো এবং অতিরিক্ত সময়ে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যেতেই গ্যালারির চিৎকার প্রমাণ দিল যেন, তারাই ভারতসেরা। কিন্তু সেই দলের পিছনে যার অবদান অস্বীকার্য, তিনি হলেন জোসে মোলিনা। তাঁর ক্ষুরধার মস্তিস্ক এবং পরিকল্পনাতেই লাগাতার এই সাফল্য। কিন্তু তিনি কি থাকছেন পরের মরশুমে?

সূত্রের খবর, তিনি রাজি হয়েছেন। কারণ, বাগান ম্যানেজমেন্ট চাইছে তাঁকে রেখে দিতে। এই সাফল্য ধরে রাখতে সবুজ মেরুন যেন বদ্ধপরিকর। তাছাড়া আইএসএল ট্রফি জয়ের পর মোলিনা নিজেও জানিয়েছিলেন, “আমার সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি ছিল। যদি লিগ এবং শিল্ড জিততে পারি, তাহলে আরও এক বছর চুক্তি বাড়ানোর কথা হয়েছিল। এখন আমরা দুটোই জিতেছি। তাই এবার বাকিটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।" 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কোনওভাবেই ছাড়তে চাইছে না মোলিনাকে। আর তিনি নিজেও রাজি থেকে যেতে। তাই বিষয়টা এখন সেইদিকেই এগোচ্ছে। শোনা যাচ্ছে, সুপার কাপের (Super Cup) আগেই কোচের সঙ্গে আলোচনায় বসবেন কর্তারা। আসন্ন মরশুমে দল তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চটজলদি সেরে নেওয়ার পরিল্পনায় রয়েছেন তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।