এবার লক্ষ্য এএফসি, জানুন সম্ভাব্য সূচি! প্রতিপক্ষদের বিরুদ্ধে কতটা প্রস্তুত মোহনবাগান?

Published : Aug 16, 2024, 06:57 PM ISTUpdated : Aug 17, 2024, 02:08 AM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League-2) টু-এর গ্রুপ এ-তে রয়েছে সবুজ মেরুন। সেই গ্রুপের অন্য তিনটি দল হল আল ওয়াকরাহ এসসি (Al-Wakrah SC), ট্র্যাক্টর এফসি (Tractor FC) এবং এফসি রাভশান (FC Ravshan)।

এএফসি-র ম্যাচে যথেষ্ট কঠিন গ্রুপে পড়ল মোহনবাগান (Mohun Bagan)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League-2) টু-এর গ্রুপ এ-তে রয়েছে সবুজ মেরুন। সেই গ্রুপের অন্য তিনটি দল হল আল ওয়াকরাহ এসসি (Al-Wakrah SC), ট্র্যাক্টর এফসি (Tractor FC) এবং এফসি রাভশান (FC Ravshan)।

কার্যত, কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধেই খেলতে হবে মোহনবাগানকে। আল ওয়াকরাহ হচ্ছে কাতারের ফুটবল ক্লাব। অন্যদিকে, ইরানের ফুটবল ক্লাব হল ট্র্যাক্টর এফসি। আর এফসি রাভশান হচ্ছে তাজিকিস্তানের দল।

জানা যাচ্ছে, ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের হোম ম্যাচ থাকতে পারে আগামী ১৭ অথবা ১৮ সেপ্টেম্বর। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচের সম্ভাব্য তারিখ আগামী ২৬ কিংবা ২৭ নভেম্বর। অপরদিকে আগামী ১ বা ২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে এফসি রাভশানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামতে পারে মোহনবাগান।

আবার আগামী ৩ বা ৪ ডিসেম্বর, এফসি রাভাশানের বিরুদ্ধে হোম ম্যাচে মুখোমুখি হতে পারে সবুজ মেরুন ব্রিগেড। ওদিকে আল ওয়াকরাহের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের সম্ভাব্য তারিখ আগামী ২২ অথবা ২৩ অক্টোবর। আগামী ৫ বা ৬ নভেম্বর হোম ম্যাচে তাদের বিরুদ্ধে খেলতে হতে পারে সবুজ মেরুনকে।

উল্লেখ্য, আইএসএল লিগ শিল্ড (ISL Shield) জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে জায়গা পাকা করে নেয় মোহনবাগান। এই প্রতিযোগিতায় ভালো ফল করাই মূল লক্ষ্য গোটা দলের। সেইজন্যই এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছে মোহনবাগান।

যেমন আক্রমণভাগে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের সঙ্গে এবার থাকবেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এছাড়াও নতুন বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন টম অ্যালড্রেড, আলবার্তো রডরিগেজ, এবং গ্রেগ স্টুয়ার্ট। আর সর্বোপরি টিমের নতুন কোচ হয়েছেন জোসে মোলিনা।

এবার এএফসির ম্যাচে এই কঠিন গ্রুপ থেকে কোন পথে মোহনবাগান তাদের লড়াই এগিয়ে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: ট্রফি খরা কাটাতে মরিয়া 'সিআর৭', ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে টানা ১০টি জয় আল নাসেরের
Football Year 2025: পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়! কেমন গেল ২০২৫? মেসি-রোনাল্ডোর ঝলক