'আমার স্বপ্নপূরণ হয়েছে', কেন এমন বললেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ মানোলো মারকুয়েজ?

ভারতীয় ফুটবলে (Indian Football) যেন মানোলো যুগ শুরু। জাতীয় ফুটবল দলের কোচ হতে পেরে স্বপ্নপূরণ হয়েছে মানোলো মারকুয়েজের (Manolo Marquez)। তবে তিনি মনে করেন যে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে আগামীদিনে স্বদেশি কোচই নিযুক্ত করা দরকার।

ভারতীয় ফুটবলে (Indian Football) যেন মানোলো যুগ শুরু। জাতীয় ফুটবল দলের কোচ হতে পেরে স্বপ্নপূরণ হয়েছে মানোলো মারকুয়েজের (Manolo Marquez)। তবে তিনি মনে করেন যে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে আগামীদিনে স্বদেশি কোচই নিযুক্ত করা দরকার।

আর কোচ হিসেবে এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনই প্রাথমিক লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার, দিল্লীতে প্রথম সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ মানোলো মারকুয়েজ। সেখানে তিনি জানান, “স্পেন বাদে ভারতেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি আমি। অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম জাতীয় ফুটবল দলের কোচ হব। আমার সেই স্বপ্নপূরণ হয়েছে।”

Latest Videos

তাঁর কথায়, “তবে আগামী দিনে জাতীয় দলের কোচ হিসেবে কোনও ভারতীয়কেই বেছে নেওয়া উচিৎ। কারণ, তিনি ভালো করে জানবেন যে, কোন পদ্ধতিতে এই দেশের ফুটবল চলে। সেইসঙ্গে, দেশের বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনার ক্ষেত্রেও তিনি ভূমিকা নিতে পারবেন।”

তিনি আরও যোগ করেছেন, “আমি অবশ্যই ভারতীয় ফুটবলের মানোন্নয়ন করতে চাই। সবটা হয়ত এখনই হবে না। কিছুটা সময় লাগবে। কিন্তু প্রতিটা ম্যাচে জেতাই আপাতত আমাদের প্রাথমিক লক্ষ্য। তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে চাই। আমরা যোগ্যতা অর্জন পর্বে ৬টা থেকে ৭টা ম্যাচ খেলার সুযোগ পাব। তাই পরের দুটো প্রতিযোগিতা প্রস্তুতির কাজে লাগবে।”

মানোলোর মতে, “ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে বিদেশে খেলা উচিৎ। সে যতই নীচের ডিভিশন হোক, যাওয়া উচিৎ। আইএসএলে আরও বেশি করে ভারতীয় ফুটবলাদের সুযোগ দেওয়া উচিৎ। আমার মতে, বিদেশের ছোটখাটো লিগেগুলোতেও ভারতীয়রা খেলুক। এতে আখেরে নিজেদেরই উন্নতি হবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র