এবার সামনে ওড়িশা এফসি (Odisha FC)।
এবার সামনে ওড়িশা এফসি (Odisha FC)। আগামী রবিবার, মোহনবাগান (Mohun Bagan) বনাম ওড়িশা।
তবে এই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুন কোচ জোসে মোলিনার চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছিল গ্রেগ স্টেওয়ার্টের (Greg Stewart) চোট। কিন্তু সেই চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গেছে। সোমবার, অনুশীলনে এসে ফিজিওর সঙ্গে রিহ্যাব করেন তিনি। স্টেওয়ার্টের বাঁ-পায়ে হালকা চোট লাগে।
এরপর ডাক্তারি পরীক্ষার পর জানা যাচ্ছে, রবিবার তাঁর খেলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে একদমই ঝুঁকি নিতে চাইছেন না মোহনবাগান হেডস্যার। তাই এদিন পুরোদমে অনুশীলন না করিয়ে, তাঁকে রিহ্যাব করানো হয়েছে। এমনকি, যদি মঙ্গলবারও পায়ে হালকা ব্যথা থাকে, তাহলে সেদিনও রিহ্যাব করানো হবে গ্রেগকে।
তবে টিম ম্যানেজমেন্টের ধারণা্, বুধবারের মধ্যেই পুরো ফিট হয়ে যেতে পারেন তিনি। এমনিতে অবশ্য মাঝমাঠে স্টুয়ার্ট তিনি না খেললেও মোলিনার হাতে একাধিক অপশন রয়েছে। তবে এই মুহূর্তে গ্রেগ স্টেওয়ার্ট ভালো ছন্দে রয়েছেন। গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে তাঁর অবদান অনেকটাই। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই গ্রেগের না খেলাটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
যদিও সোমবার, অনুশীলনে আসেননি আশিস রাই। জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি। আশা করা যায়, মঙ্গলবার থেকে তিনিও উপস্থিত থাকবেন অনুশীলনে। এই মুহূর্তে মোট ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।
আর একটি ম্যাচ বেশি খেলে লিগ তালিকার শীর্ষে আছে বেঙ্গালুরু এফসি। তাদের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে মোহনবাগান। ফলে, রবিবার ওড়িশার বিরুদ্ধে জয় পেলে লিগ টেবিলের পরিস্থিতির অনেকটাই বদল ঘটার সম্ভাবনা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।