মোহনবাগান ছেড়ে লোনে যেতে পারেন অন্য দলে, কোন ক্লাবের হয়ে খেলার প্রবল সম্ভাবনা নুনো রুইজের?

Published : Nov 05, 2024, 05:47 PM IST
Nuno Reis

সংক্ষিপ্ত

আইএসএল-এ (ISL) বেশ ভালোই ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। 

শেষ ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। অন্যদিকে, মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ১০ নভেম্বর। সেইদিন তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। আর সেই ম্যাচ জিততে পারলেই শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে সমান সমান পয়েন্ট হয়ে যাবে তাদের।

রবিবার, চলতি লিগে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ওড়িশা এফসি। তবে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ বাড়িয়ে দিয়েছেন দলের এক ফুটবলার। তিনি হলেন নুনো রুইজ (Nuno Reis)। মূলত, AFC চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার জন্য সপ্তম বিদেশি হিসেবে তাঁকে সই করায় টিম ম্যানেজমেন্ট।

এমনিতে প্রায় প্রায় দেড় মাস ধরে দলের সঙ্গে রয়েছেন তিনি। সেইসঙ্গে, অনুশীলনও করছেন দলের বাকি ফুটবলারদের সঙ্গেই। কিন্তু এখনও তাঁকে আইএসএল-এ রেজিস্ট্রেশন করানো হয়নি। তার একটাই কারণ, তাঁকে তো আসলে নেওয়াই হয়েছিল এএফসি-তে খেলানো হবে বলে। কিন্তু এখন তো আর এএফসি খেলবেই না মোহনবাগান।

আর এইরকম পরিস্থিতিতে একেবারেই মোহনবাগানে থাকতে চাইছেন না নুনো নিজে। কারণ, এর আগে নিজের ক্যারিয়ারে এইভাবে কোনওদিন বসে বসে মাইনে নেননি এই ফুটবলার। ফলে, এই অবস্থায় তাঁকে অন্য কোনও ক্লাবে লোনে পাঠানো যায় কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে মোহনবাগান। কিন্তু মোলিনা অবশ্য তাঁকে রেখে দিতে চাইছেন।

তাঁর ভাবনায় রয়েছে, যদি রক্ষণভাগের কোনও বিদেশি খেলোয়াড় চোট পান তাহলে নুনোকে তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করিয়ে নেবেন দলে। তবে শেষপর্যন্ত, বিষয়টি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, ইন্টার কাশিতে যেতে পারেন নুনো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?