Olympics 2024: ফুটবল ফাইনালে মহারণ, সোনার পদকের লড়াইতে মুখোমুখি ফ্রান্স বনাম স্পেন

Published : Aug 06, 2024, 06:19 PM IST
PARIS OLYMPICS FOOTBALL FINAL 2024

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) মহারণ। ফুটবলের যুদ্ধে মুখোমুখি ফ্রান্স বনাম স্পেন (France vs Spain)।

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) মহারণ। ফুটবলের যুদ্ধে মুখোমুখি ফ্রান্স বনাম স্পেন (France vs Spain)।

সম্প্রতি ইউরো কাপ (Euro Cup) জিতেছে স্পেন। আর শেষ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে (FIFA World Cup Final) আর্জেন্টিনার কাছে হারতে হয় ফ্রান্সকে (France)। কিন্তু এবার লড়াই অলিম্পিক্সের মঞ্চে। সোনার পদক জয়ের লড়াইতে সম্মুখ সমরে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট।

সেমিফাইনাল ম্যাচে মিশরকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। প্রথমে পিছিয়ে থাকলেও পরে মাতেতার জোড়া গোল এবং মিশেল ওলিসের গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। অপর সেমিতে স্পেন (Spain) ২-১ গোলে পরাজিত করে মরোক্কোকে। স্বভাবতই, লড়াই এবার শেয়ানে শেয়ানে। একেবারে হাড্ডাহাড্ডি টক্কর।

যদিও সেমিতে শুরুটা ভালোই করে ফ্রান্স। কিন্তু হটাৎই খেলার বিপরীতে গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ৬২ মিনিটে, মাহমুদ সাবেরের গোলে খেলায় লিড নেয় মিশর। খেলার ফলাফল তখন ১-০। আর এই গোল খেয়ে বেজায় চাপে পড়ে যায় ফ্রান্স। তবে ফিরে আসার লড়াই জারি থাকে।

কিন্তু নাটক তখনও যে বাকি ছিল। ম্যাচের তখন বাকি মাত্র সাত মিনিট। ঠিক সঠিক সময়ে জ্বলে ওঠেন ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার। ওলিসের ঠিকানা লেখা পাস থেকে গোল করে ফরাসিদের সমতায় ফেরান মাতেতা। খেলার ফলাফল হয়ে যায় ১-১। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

খেলার ৯৯ মিনিটে, ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই মাতেতা। কার্যত তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন এদিন। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ১০৮ মিনিটে, ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন ওলিসে। তারপর এই ম্যাচে আর কোনও গোল হয়নি।

শেষপর্যন্ত, ৩-১ গোলে মিশরকে হারিয়ে অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। অন্যদিকে, মরক্কোকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

সোনার পদক জয়ের লড়াইতে আগামী শুক্রবার, অর্থাৎ ৯ অগাস্ট মুখোমুখি হতে চলেছে ফ্রান্স বনাম স্পেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?