১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়, প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক প্রীতি পালের

Published : Sep 02, 2024, 12:27 AM ISTUpdated : Sep 02, 2024, 01:25 AM IST
preethi pal

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে সারা দেশের নজর কেড়ে নিয়েছিলেন শ্যুটার মনু ভাকের। এবার প্যারিস প্যারালিম্পিক্সে জোড়া পদক জিতলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট প্রীতি পাল।

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল। এর আগে মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি। রবিবার প্যারিস প্যারালিম্পিক্সে ব্যক্তিগত দ্বিতীয় পদক জিতে ইতিহাস গড়লেন প্রীতি। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টে পদক জিতলেন প্রীতি। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ২৩ বছর বয়সি এই অ্যাথলিট চলতি প্যারালিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। রবিবার ব্যক্তিগত সেরা সময় করে প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন প্রীতি। তিনি এদিন মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টে ৩০.০১ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতলেন। প্রীতিই ভারতের একমাত্র অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতেছেন। প্রীতির দৌড়ের সুবাদে রবিবার চলতি প্যারালিম্পিক্সে ষষ্ঠ পদক জিতল ভারত। দেশের সপ্তম অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে একাধিক পদক জয়ের নজির গড়লেন প্রীতি। রবিবার প্যারিস প্যারালিম্পিক্সে চতুর্থ দিন ভারতের একাধিক পদক নিশ্চিত হয়ে গিয়েছে। তবে কয়েকটি ইভেন্টে প্রত্যাশিত ফল হয়নি। এরই মধ্যে পদক জিতে সারা ভারতের ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফোটালেন প্রীতি।

প্রীতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক জয়ের জন্য প্রীতিকে অভিনন্জন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ফোন করে পদকজয়ী অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর প্রীতি ব্যক্তিগত দ্বিতীয় পদক জেতায় 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঐতিহাসিক সাফল্য অর্জন করলেন প্রীতি পাল। তিনি প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন। মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন প্রীতি। তিনি ভারতের মানুষের কাছে অনুপ্রেরণা। তাঁর নিষ্ঠা সত্যিই চমকপ্রদ।’

 

 

পায়ে সমস্যা নিয়েই সাফল্য প্রীতির

জন্ম থেকেই প্রীতির পায়ে সমস্যা রয়েছে। জন্মের ৬ দিন পরেই তাঁর শরীরের নিম্নাংশে প্লাস্টার করতে হয়। তাঁর পা দুর্বল। কিন্তু সেই পা নিয়েই সাফল্য পাচ্ছেন প্রীতি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে ফোনে কথা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ মোনা আগরওয়ালের

শ্যুটিংয়ে রুপো মণীশ নারওয়ালের, প্যারিস প্যারালিম্পিক্সে চতুর্থ পদক ভারতের

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?