Durand Cup 2025: ঐতিহাসিক ডুরান্ড কাপে এই প্রথম খেলতে নামল ডায়মন্ডহারবার এফসি। আর প্রথম ম্যাচেই ২-১ গোলে জয়। তাও আবার কলকাতার তিন প্রধানের এক প্রধান, মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে।
এবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচেও পরাজিত হল সাদাকালো ব্রিগেড। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, গোল হজম করল মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, ঐতিহাসিক ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল ডিএইচএফসি।
সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ম্যাচের একেবারে শেষে জয় নিশ্চিত করল তারা। উল্লেখ্য, ডায়মন্ডহারবারের কাছে কয়েকদিন আগেই ঘরোয়া লিগে পরাজিত হয়েছে মহামেডান। এবার সোমবার, ফের একবার মহামেডানের বিরুদ্ধে জয় পেল ডায়মন্ডহারবার। প্রসঙ্গত, আই লিগে এবার প্রথম খেলতে নামবে তারা। তাৎপর্যপূর্ণভাবে, এবারই প্রথম ডুরান্ডও খেলতে নেমেছে। আর সেই দলের কোচ হলেন কিবু ভিকুনা। আর সেখানে মহামেডান দলে কোনও বিদেশিই নেই।
একঝাঁক তরুণের উপরই ভরসা রেখে এদিন মাঠে নেমেছিল মহামেডান। তবে একাধিক সমস্যায় জর্জরিত হলেও এদিন মাঠে নেমে দাপিয়ে খেলেছে সাদাকালো ব্রিগেড। তবে দুটি দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও প্রথম গোল করে মহামেডানই। খেলার ৩৬ মিনিটে, গোল করে দলকে এগিয়ে দেন আদিসন। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
কিন্তু বিরতির পর, ম্যাচে ফেরে ডায়মন্ডহারবার। খেলার ৫১ মিনিটে, গোল শোধ করেন রুয়াতকিমা। তবে তারপরেও এগিয়ে যাওয়ার অনেল সুযোগ আসে মহামেডানের সামনে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় মহামেডান স্ট্রাইকাররা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ১-১। কিন্তু রেফারি ১০ মিনিটের সংযুক্তি সময় দেন। আর তখনই গোল করে যান ডায়মন্ডহারবারের হয়ে নতুন সই করা লুকা মাজসেন।
তাঁর জয়সূচক গোলেই জয় নিশ্চিত করে ডায়মন্ডহারবার এফসি। খেলার ফলাফল ২-১।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।