Pope Francis: পোপ প্রয়াত হলেই ইউরোপিয়ান শিরোপা ইংল্যান্ডের ক্লাবের, এবার জিতবে আর্সেনাল?

Published : Apr 24, 2025, 02:51 PM IST

Pope Francis: পোপ প্রয়াত হলে সে বছর ইউরোপের ফুটবলে সবচেয়ে বড় শিরোপা জিতেছে ইংল্যান্ডের কোনও ক্লাব। অতীতে তিনবার এই ঘটনা দেখা গিয়েছে। এবারও কি সেই ধারা বজায় থাকতে চলেছে? আশাবাদী হয়ে উঠেছে আর্সেনাল।

PREV
16
ফুটবল অনুরাগী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া, সবাই শ্রদ্ধা জানাচ্ছেন

Pope Francis: ফুটবল বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত। যিনি ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। পোপ ফ্রান্সিস একজন উৎসাহী ফুটবল ভক্ত এবং আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো দে আলমাগ্রোর একজন সমর্থক ছিলেন।

26
পোপ যে বছর প্রয়াত হয়েছেন, সে বছর ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা গিয়েছে ইংল্যান্ডে

মজার ব্যাপার হল, গত তিনজন পোপের মৃত্যুর পর সেই মরসুমে ইংল্যান্ডের কোনও ক্লাব ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতা জিতেছে। ফলে এবার পোপ প্রয়াত হওয়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশাবাদী হয়ে উঠেছে আর্সেনাল।

36
পোপ প্রথম জন পলের প্রয়াণের বছরে ইউরোপিয়ান কাপ জয় নটিংহ্যাম ফরেস্টের

পোপ প্রথম জন পল ২৮ সেপ্টেম্বর, ১৯৭৮ তারিখে প্রয়াত হন। এরপর নটিংহ্যাম ফরেস্ট ১৯৭৮-৭৯ মরসুমে ইউরোপিয়ান কাপ জেতে।

46
পোপ দ্বিতীয় জন পলের প্রয়াণের পর সে বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে লিভারপুল

২০০৫ সালের ২ এপ্রিল প্রয়াত হন পোপ দ্বিতীয় জন পল। এর কয়েকদিন পরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে লিভারপুল।

56
পোপ বেনেডিক্টের প্রয়াণের পরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব যায় ইংল্যান্ডে

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রয়াত হন পোপ ১৬-তম বেনেডিক্ট। এরপর ২০২২-২৩ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যাঞ্চেস্টার সিটি।

66
এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল খেলতে নামছে আর্সেনাল, খেতাব জিতবে গানার্স?

এবার পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন এবং আর্সেনালই ইংল্যান্ডের একমাত্র দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে। এটা কি একটা ঐশ্বরিক ইঙ্গিত?

পোপ দ্বিতীয় জন পলের ফুটবলপ্রেম

পোপ দ্বিতীয় জন পল বিশেষভাবে ফুটবল পছন্দ করতেন। তিনি যৌবনে গোলকিপার ছিলেন। তিনি পোলিশ দল ক্রাকোভিয়া এবং ইংলিশ দল লিভারপুলকে সমর্থন করতেন। ২০০৩ সালে লিভারপুলের প্রাক্তন গোলকিপার জার্জি ডুডেক জানিয়েছিলেন, পোপ প্রায়ই লিভারপুলের খেলা দেখতেন এবং এই ক্লাবকে সমর্থন করতেন।

তিন পোপের বছর

১৯৭৮ সাল উল্লেখযোগ্যভাবে 'তিন পোপের বছর' হিসেবে পরিচিত। পোপ ষষ্ঠ পল ৬ আগস্ট প্রয়াত হন। এরপর পোপ প্রথম জন পল মাত্র ৩৩ দিন এই পদে ছিলেন।

click me!

Recommended Stories