সংক্ষিপ্ত
FC Barcelona: লিওনেল মেসি (Lionel Messi) ক্লাব ছাড়ার পর থেকে এখনও খুব বেশি সাফল্য পায়নি বার্সেলোনা (FC Barcelona)। তবে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ভালো জায়গায় পৌঁছে গিয়েছে দল।
Borussia Dortmund vs FC Barcelona: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) কাছে ১-৩ হেরে গেল বার্সেলোনা (FC Barcelona)। তবে তাতে কোনও ক্ষতি হল না। এই ম্যাচে হেরে গিয়েও সেমি-ফাইনালে পৌঁছে গেল বার্সা। ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৪-০ জয় পেয়েছিল বার্সা। তার ফলে দ্বিতীয় লেগে হেরে গিয়েও দুই ম্যাচ মিলিয়ে ৫-৩ এগিয়ে থেকে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski), ল্যামিন ইয়ামালরা (Lamine Yamal)। ৬ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে পৌঁছে গেল বার্সা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলাতে পারল না বরুশিয়া। ঘরের মাঠে বেশিরভাগ সময়ই জার্মানির দলটির দাপট দেখা যায়। কিন্তু কোনওরকমে প্রথম লেগে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে সক্ষম হল বার্সা।
২৪ ম্যাচ পর হার বার্সার
চলতি বছর টানা ২৪ ম্যাচে অপরাজিত ছিল বার্সা। বরুশিয়ার কাছে হেরে সেই অপরাজিত তমকা ঘুচে গেল। তবে তাতে বিশেষ ক্ষতি হল না। কারণ, প্রধান লক্ষ্য ছিল সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করা। সেই লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। ২০১৮১-১৯ মরসুমে শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল খেলেছিল বার্সা। তারপর এবারই প্রথম এই সাফল্য এল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বার্সেলোনার বিরুদ্ধে জয় পেল বরুশিয়া। এর আগে ইউরোপিয়ান টুর্নামেন্টে ৬ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে চার ম্যাচে জয় পায় বার্সা এবং দুই ম্যাচ ড্র হয়।
সেরহু গিরাসির হ্যাটট্রিকেও লক্ষ্যপূরণ হল না বরুশিয়ার
বরুশিয়ার হয়ে এই ম্যাচে হ্যাটট্রিক করেন সেরহু গিরাসি (Serhou Guirassy)। গিনির এই ফুটবলার ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন। এরপর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন গিরাসি। ৫৪ মিনিটে আত্মঘাতী গোল করেন বরুশিয়ার ডিফেন্ডার রামি বেনসেবাইনি (Ramy Bensebaini)। ফলে ব্যবধান কমাতে সক্ষম হয় বার্সা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।