EPL: প্রিমিয়ার লিগে লাগাতার হার ম্যাঞ্চেস্টারের, লড়াই থেকে ক্রমশই পিছনে

Published : Feb 17, 2025, 10:18 PM IST
Manchester United

সংক্ষিপ্ত

ফের হার রেড ডেভিলসদের। 

এবার টটেনহ্যাম হটস্পারের কাছে হারল ম্যাঞ্চেস্টার। তবে ম্যান ইউ হারলেও জয়ে ফিরল লিভারপুল।

উলভসকে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও অনেকটা এগিয়ে গেলেন মহম্মদ সালাহ্রা। এই ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল করেন টটেনহ্যামের জেমস ম্যাডিসন। কিন্তু সেই গোল আর পরিশোধ করতে পারেনি ম্যান ইউ।

বরং, তাদের খেলা দেখে একটা জিনিস তো পরিষ্কার, আত্মবিশ্বাসে ব্যাপক কতটা ঘাটতি রয়েছে ফুটবলারদের। আর তার জেরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে দল। এদিকে এই ম্যাচের পর, ১৫ নম্বরে নেমে গেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আপাতত ২৫ ম্যাচে তাদের পয়েন্ট হল ২৯। অবনমন থেকে মাত্র তিন ধাপ উপরে রয়েছে তারা। অন্যদিকে, ম্যান ইউকে হারিয়ে ১২ নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। মোট ২৫টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩০।

আগের ম্যাচ ড্র করলেও উলভসের বিরুদ্ধে জয়ে ফিরে এসেছে লিভারপুল। তাদের হয়ে গোল করেন লুই দিয়াজ় এবং সালাহ্। খেলার ১৫ মিনিটের মাথায়, দিয়াজ় গোল করেন। তারপর ৩৭ মিনিটে আবার পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করে যান সালাহ্। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় মাথেউস কুনহা এক গোল শোধ করলেও লিভারপুলের জয় কিন্তু আটকায়নি।

আর এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সকলের উপরে উঠে এসেছে লিভারপুল। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫ ম্যাচ খেলে ৫৩। অর্থাৎ, এখনও সাত পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। এখনও বাকি আছে ১৩টি ম্যাচ। প্রিমিয়ার লিগ জয়ের পথে ধীরে ধীরে যেন আরও এগিয়ে চলেছে লিভারপুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল