EPL: প্রিমিয়ার লিগে লাগাতার হার ম্যাঞ্চেস্টারের, লড়াই থেকে ক্রমশই পিছনে

ফের হার রেড ডেভিলসদের। 

এবার টটেনহ্যাম হটস্পারের কাছে হারল ম্যাঞ্চেস্টার। তবে ম্যান ইউ হারলেও জয়ে ফিরল লিভারপুল।

উলভসকে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও অনেকটা এগিয়ে গেলেন মহম্মদ সালাহ্রা। এই ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল করেন টটেনহ্যামের জেমস ম্যাডিসন। কিন্তু সেই গোল আর পরিশোধ করতে পারেনি ম্যান ইউ।

Latest Videos

বরং, তাদের খেলা দেখে একটা জিনিস তো পরিষ্কার, আত্মবিশ্বাসে ব্যাপক কতটা ঘাটতি রয়েছে ফুটবলারদের। আর তার জেরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে দল। এদিকে এই ম্যাচের পর, ১৫ নম্বরে নেমে গেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আপাতত ২৫ ম্যাচে তাদের পয়েন্ট হল ২৯। অবনমন থেকে মাত্র তিন ধাপ উপরে রয়েছে তারা। অন্যদিকে, ম্যান ইউকে হারিয়ে ১২ নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। মোট ২৫টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩০।

আগের ম্যাচ ড্র করলেও উলভসের বিরুদ্ধে জয়ে ফিরে এসেছে লিভারপুল। তাদের হয়ে গোল করেন লুই দিয়াজ় এবং সালাহ্। খেলার ১৫ মিনিটের মাথায়, দিয়াজ় গোল করেন। তারপর ৩৭ মিনিটে আবার পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করে যান সালাহ্। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় মাথেউস কুনহা এক গোল শোধ করলেও লিভারপুলের জয় কিন্তু আটকায়নি।

আর এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সকলের উপরে উঠে এসেছে লিভারপুল। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫ ম্যাচ খেলে ৫৩। অর্থাৎ, এখনও সাত পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। এখনও বাকি আছে ১৩টি ম্যাচ। প্রিমিয়ার লিগ জয়ের পথে ধীরে ধীরে যেন আরও এগিয়ে চলেছে লিভারপুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'যে সামনে আসবে, তার ওপর দিয়েই হেঁটে যাবে' | Dilip Ghosh Latest News Today | Bangla News Today
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News
বারুইপুরে পোষ্য নিয়ে তোলপাড়! TMC নেতার ছেলের বিরুদ্ধে কুকুর চুরির অভিযোগ | Baruipur Dog Stolen News