সংক্ষিপ্ত

প্রত্যাশামতোই শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় পূর্ণ গ্যালারির সামনে আইএসএল ফাইনালে দুর্দান্ত লড়াই হল। অসাধারণ পারফরম্যান্স দেখাল মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।

২০২০-২১ মরসুমের আইএসএল ফাইনালে তৎকালীন এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের নায়ক হয়ে উঠলেন বিপীন সিং থওনাজম। সেবারের মতো এবারও পিছিয়ে পড়ে বাজিমাত করল মুম্বই সিটি এফসি। ৪৪ মিনিটে প্রথম গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস। ৫৩ মিনিটে মুম্বইকে সমতায় ফেরান জর্জ পেরেইরা দিয়াজ। ৬৯ মিনিটে আলবার্তো নগুয়েরার পরিবর্তে মাঠে নেমে ৮১ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিপীন। আইএসএল ফাইনালে সবুজ-মেরুনের আতঙ্ক হয়ে উঠেছেন এই স্ট্রাইকার। তাঁকে দেখলেই কেঁপে যাচ্ছে সবুজ-মেরুন রক্ষণ। এই আতঙ্ক থেকেই তৃতীয় গোল হল। ৯ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। সপ্তম মিনিটে মুম্বইয়ের হয়ে তৃতীয় গোল করেন জাকুব ভয়টাস। ফলে ৩-১ জয় পেল মুম্বই।

স্টেনগান চালালেন পেরেইরা দিয়াজ

কয়েক বছর আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে গ্যালারির দিকে হাতের ইঙ্গিতে স্টেনগান চালিয়েছিলেন মোহনবাগানের তৎকালীন হাইতির তারকা উইঙ্গার সনি নর্দে। সেই থেকে মোহনবাগান সমর্থকদের কাছে বিশেষ উচ্ছ্বাসের 'স্টেনগান সেলিব্রেশন'। শনিবার মোহনবাগান সমর্থকদের দিয়েই ধেয়ে এল সেই স্টেনগান। গোলের পর গ্যালারির দিকে ২ হাতের ভঙ্গিতে স্টেনগান চালানোর ইঙ্গিত করেন পেরেইরা দিয়াজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা দেখে মোহনবাগানকে ব্যঙ্গ করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

 

 

যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন মুম্বই

আইএসএল ফাইনালে ৬২,০০০ দর্শকের সামনে শুরু থেকেই মুম্বইয়ের দাপট ছিল। ৩০ মিনিটেই প্রথম গোল আসতে পারত। লালরিনজুয়ালা ছাংতের ফ্রি-কিক বারে লেগে বাইরে চলে যায়। এরপর ৩৮ মিনিটে বিক্রম সিংয়ের পাস থেকে ছাংতের শট পোস্টে লেগে ফিরে আসে। না হলে প্রথমার্ধেই জয় নিশ্চিত করতে পারত মুম্বই। ঘরের মাঠে আইএসএল ফাইনালে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না মোহনবাগান

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Champions League: পোস্টে ধাক্কা খেল পিএসজি-র চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন

UEFA Champions League: ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের

La Liga El Clasico: পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন, বার্সেলোনাকে হারিয়ে লা লিগা জয়ের পথে রিয়াল মাদ্রিদ