Premier League: শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয়, ইংলিশ প্রিমিয়ার লিগ টেবলে ৩ নম্বরে ম্যান সিটি

বড়দিন, নববর্ষের ছুটির আবহেও ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই চলছে। ফের লিগ টেবলে উপরের দিকে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।

Soumya Gangully | Published : Dec 30, 2023 5:31 PM IST / Updated: Dec 31 2023, 12:02 AM IST

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয় পেল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ১৪ মিনিটেই রডরির গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। এই জয়ের ফলে ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এল ম্যান সিটি। ১৯ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাস্টন ভিলা। ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরে এসেছে ম্যান সিটি। আর পয়েন্ট নষ্ট না করলে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে পারে পেপ গুয়ার্দিওলার দল।

চেলসির কষ্টসাধ্য জয়

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লুটন টাউনের বিরুদ্ধে ৩-২ জয় পেল চেলসি। ১২ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে যায় চেলসি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ননি মাদুয়েকে। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল চেলসি। ৭০ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন পামার। ০-৩ পিছিয়ে পড়ে শেষদিকে চেলসিকে চেপে ধরে লুটন টাউন। ৮০ মিনিটে ব্যবধান কমান রস বার্কলে। ৮৭ মিনিটে লুটন টাউনের হয়ে দ্বিতীয় গোল করে চেলসিকে চাপে ফেলে দেন এলিদা অ্যাডেবায়ো। সেই সময় মনে হচ্ছিল, সমতা ফেরাতে পারে লুটন টাউন। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিল চেলসি।

অ্যাস্টন ভিলার দুরন্ত জয়

বার্নলির বিরুদ্ধে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল অ্যাস্টন ভিলা। ২৮ মিনিটে লিয়ন বেইলির গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ২ মিনিটের মধ্যেই সমতা ফেরান জেকি আমদুনি। ৪২ মিনিটে মুসা দিয়াবির গোলে ফের এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৭১ মিনিটে লিল ফস্টারের গোলে ফের সমতা ফেরায় বার্নলি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাস্টন ভিলাকে জেতান ডগলাস লুইজ। ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন স্যান্ডার বার্জ। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় বার্নলিকে। তা সত্ত্বেও লড়াই করে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Manchester United: প্রথমবার ভারত সফরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ও কোচ ওলে গুনার সোলস্কার

Jude Bellingham: ক্রিকেটও ভালোই খেলেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম, ভাইরাল ভিডিও

FC Barcelona: বার্সেলোনার ঘরের মাঠে ঘুরে বেড়াচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও

Share this article
click me!