ইংল্যান্ডের অনেক ফুটবলারই ভালো ক্রিকেট খেলেন। তাঁদেরই অন্যতম রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার জুড বেলিংহ্যাম। তিনি ক্রিসমাসের ছুটি কাটানোর সময় ক্রিকেট খেলছেন।

রিয়াল মাদ্রিদের হয়ে যেমন গোল করেন, তেমনই ক্রিকেটে ব্যাটিংও ভালোভাবেই করতে পারেন জুড বেলিংহ্যাম। পরিবারের সঙ্গে এখন ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই ফুটবলার। সেখানেই তাঁকে ব্যাটিং করতে দেখা গেল। নেটে বোলিং মেশিন থেকে আসা বলে একের পর এক বড় শট খেলতে দেখা গিয়েছে বেলিংহ্যামকে। তাঁর ব্যাটিং দেখে বোঝা গিয়েছে, নতুন ক্রিকেট খেলছেন না। অনেকদিন ধরেই তিনি ক্রিকেট খেলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বেলিংহ্যামের ভারতীয় অনুরাগীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, ফুটবলের পাশাপাশি পেশাদার ক্রিকেটও অনায়াসে খেলতে পারেন বেলিংহ্যাম। তবে তাঁর পেশাদার ক্রিকেট খেলার কোনও সম্ভাবনা নেই। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে আরও ভালো পারফরম্যান্সই বেলিংহ্যামের লক্ষ্য।

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বেলিংহ্যাম

ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে এখন লা লিগার কোনও ম্যাচ নেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আবার হবে ফেব্রুয়ারিতে। সেই কারণে এখন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন বেলিংহ্যাম। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সান্ডারল্যান্ডের সঙ্গে কভেন্ট্রির ম্যাচ দেখতে যান বেলিংহ্যাম। তাঁর ভাই জোব বেলিংহ্যাম এই ম্যাচে খেলেন। ভাইয়ের খেলা দেখতেই যান রিয়াল মাদ্রিদের তারকা। বাবা-মায়ের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে বেলিংহ্যামকে। তিনি উৎসবকে আরও রঙিন করে তোলার জন্য নানা কার্যকলাপে যোগ দিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি ডার্ট খেলতেও দেখা গিয়েছে বেলিংহ্যামকে। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাসের ছুটি কাটানোর ভিডিও শেয়ার করেছেন। 

Scroll to load tweet…

২০ বছরেই তারকা বেলিংহ্যাম

১০৩ মিলিয়ন ইউরোর পরিবর্তে বেলিংহ্যামকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম সেরা ক্লাবে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বেলিংহ্যাম। গত ৪ মাসে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের ৫টি গোল করার ক্ষেত্রে সাহায্যও করেছেন এই স্ট্রাইকার। তিনিই চলতি মরসুমে রিয়াল মাদ্রিদের সর্বাধিক গোলদাতা। রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

FC Barcelona: বার্সেলোনার ঘরের মাঠে ঘুরে বেড়াচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও

Brazil National Football Team: প্রথমবার ব্রাজিলকে ছাড়াই হবে বিশ্বকাপ?

Manchester United: ম্যান ইউয়ের ২৫ শতাংশ শেয়ার ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফের