Igor Stimac: 'ফুটবলের বড়মাপের ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্টই একমাত্র কাজ,' কল্যাণকে তোপ স্টিম্যাচের

শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের নিশানা করলেন ভারতীয় দলের বরখাস্ত হওয়া কোচ ইগর স্টিম্যাচ। তিনি সভাপতি কল্যাণ চৌবেকেও তীব্র আক্রমণ করেছেন।

সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে তীব্র আক্রমণ করলেন ভারতীয় দলের বরখাস্ত হওয়া কোচ ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, 'কল্যাণ প্রচার ছাড়া কিছু বোঝে না। ও শুধু ফুটবলের বড়মাপের ব্যক্তিত্বদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এটাই ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবলের উন্নতির জন্য ওর সময় নেই। ও নিজের প্রচার ছাড়া কিছু বোঝে না। ক্ষমতা ধরে রাখা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধিই ওর একমাত্র লক্ষ্য। ওর মতো কর্তারা যতদিন আছে ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারে না। ফুটবল কীভাবে চালাতে হয় সে ব্যাপারে ওদের কোনও ধারণাই নেই। আমি ওদের শিক্ষিত করতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমার কথা শোনেনি।'

'কল্যাণ সবসময়ই নিজের কাজে ব্যস্ত'

Latest Videos

এআইএফএফ সভাপতির সঙ্গে মুখোমুখি দেখা হওয়া প্রসঙ্গে স্টিম্যাচ জানিয়েছেন, 'আমার সঙ্গে কল্যাণের প্রথমবার দেখা হয় কলকাতায়। আমি ওর অফিসে গিয়েছিলাম। আমাদের খুব বেশি হলে তিন মিনিট কথা হয়। তার মধ্যে ও পাঁচবার হাতঘড়ির দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম, ও তাড়াহুড়োর মধ্যে আছে। তাই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তারপর দেখা হয় সাফ ফাইনালের পর। আমি ওকে নিজের পরিকল্পনার কথা জানাই এবং ওকে জিজ্ঞাসা করি, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কী করতে চাও? ও তখন বলেছিল, সব করবে। কিন্তু এর ৬ মাস পর যখন আবার দেখা হয়, তার মধ্যে ও কিছুই করেনি। সে কথা ওকে বলেছিলাম। ও আবার বলেছিল, সব কাজ করবে।'

কোন পথে উন্নতি ভারতীয় ফুটবলের?

ভারতীয় ফুটবলের উন্নতি কীভাবে হবে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না স্টিম্যাচ। তাঁর বক্তব্য, 'ভারতে কেন ফুটবলের উন্নতি হচ্ছে না, এর কোনও ব্যাখ্যা নেই। অনেকে হয়তো চায় না ভারতীয় ফুটবলের উন্নতি হোক। না হলে কেন ভারতে ফুটবলের প্রসার হবে না? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু ভারতে ফুটবলের কোনও উন্নতি হচ্ছে না। এআইএফএফ কর্তাদের কোনও হেলদোল নেই।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Igor Štimac: 'এই কর্তারা থাকলে ভারতীয় ফুটবলের হতশ্রী দশা কোনওদিন কাটবে না,' তোপ স্টিম্যাচের

Indian Football Team: ভারতীয় দলের নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন এআইএফএফ-এর

Igor Stimac: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, বরখাস্ত ইগর স্টিম্যাচ

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর