UEFA EURO 2024: নাকে বিশেষ গার্ড পরে কিলিয়ান এমবাপে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন ফরাসি তারকা?

Published : Jun 21, 2024, 12:01 PM ISTUpdated : Jun 21, 2024, 12:38 PM IST
Kylian Mbappe

সংক্ষিপ্ত

এবারের ইউরো কাপে যে কয়েকটি দলকে নিয়ে অনায়াসে বাজি ধরা যায়, তাদের অন্যতম ফ্রান্স। ২০২২ সালের বিশ্বকাপে রানার্স দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপে।

বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ইউরো কাপে স্পেন-ইতালি ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গিয়েছে। শুক্রবার মধ্যরাতের পর আরও একটি অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। গ্রুপ ডি-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচের ফলই গ্রুপের সেরা দল নির্ধারণ করে দিতে পারে। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে ফ্রান্স। প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ফলে শুক্রবারের ম্যাচে যে দল জিতবে তারাই নক-আউটের যোগ্যতা অর্জন করবে। এই ম্যাচ ড্র হলে অবশ্য পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন শেষ ম্যাচের আগে গ্রুপ সেরা নির্ধারণ করা সম্ভব হবে না। ফলে শুক্রবারের ম্যাচ সবদিক থেকেই গুরুত্বপূর্ণ।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন কিলিয়ান এমবাপে?

অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নাকে মারাত্মক চোট পান ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। কেভিন ডানসোর সঙ্গে ধাক্কা লেগে এমবাপের নাক ফেটে যায়। এরপর অবশ্য নাকে বিশেষ গার্ড পরে অনুশীলন করেছেন এই স্ট্রাইকার। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ। তিনি এমবাপেকে দলে রেখেই ডাচ-চ্যালেঞ্জ অতিক্রম করার পরিকল্পনা করছেন।

ঝুঁকি নিয়ে খেলবেন এমবাপে?

সম্প্রতি প্যারিস সাঁ-জা ছেড়ে সরকারিভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপে। এরপরেই তিনি জানিয়েছেন, ক্লাবের আপত্তিকে গুরুত্ব দিয়ে প্যারিস অলিম্পিক্স থেকে সরে যাচ্ছেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে কোনওরকম অনভিপ্রেত ঘটনা চাইছেন না এমবাপে। ফলে তিনি নাকে চোট নিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। একদিকে জাতীয় দল অন্যদিকে ক্লাব, টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এমবাপেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Spain Vs Italy: ফিরল তিকিতাকার ছন্দ, ইতালিকে হারিয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন

Denmark Vs England: ড্যানিশ ডিনামাইটে ঠোক্কর খেয়েও নক-আউটে কার্যত নিশ্চিত ইংল্যান্ড

UEFA EURO 2024: শেষমুহূর্তে গোল হজম করে স্লোভেনিয়ার স্বপ্নভঙ্গ, প্রায় শেষ নক-আউটের আশা

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?