Igor Štimac: 'এই কর্তারা থাকলে ভারতীয় ফুটবলের হতশ্রী দশা কোনওদিন কাটবে না,' তোপ স্টিম্যাচের

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন, শুক্রবার মুখ খুলবেন। সেই ঘোষণা অনুযায়ী এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক দাবি করলেন ইগর স্টিম্যাচ।

Soumya Gangully | Published : Jun 21, 2024 8:48 AM IST / Updated: Jun 21 2024, 04:50 PM IST

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যাঁরা চালাচ্ছেন, তাঁদের সরাসরি অযোগ্য বলে দিলেন সদ্য বরখাস্ত হওয়া প্রধান কোচ ইগর স্টিম্যাচ। শুক্রবার সাংবাদিক বৈঠকে এআইএফএফ কর্তাদের তোপ দেগে বিদায়ী কোচ বলেছেন, ‘ভারতীয় ফুটবল কারাগারে বন্দি। আমি অত্যন্ত দুঃখিত। আমি হৃদয় দিয়ে কাজ করেছি। কিন্তু যাঁরা ফুটবল হাউস চালাচ্ছেন, তাঁরা ক্ষমতা ধরে রাখা ছাড়া অন্য কিছুই বোঝেন না। ফুটবল হাউস কীভাবে চালাতে হয়, এ বিষয়ে তাঁদের কোনও ধারণাই নেই। এভাবে কোনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চলতে পারে না। সোশ্যাল মিডিয়ায় প্রচার ছাড়া অন্য কোনও বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় না। ভারতীয় দলকে রক্ষা করার কেউ নেই। কর্তারা নিজেদের ক্ষমতা উপভোগ করা, ব্যক্তিগত স্বার্থ বজায় রাখার বিষয়ে চিন্তিত। কীভাবে ফুটবল চালাতে হয়, সে বিষয়ে আমি তাঁদের শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু উল্টে আমাকেই বলা হল, আমি ভারতীয় ফুটবলে বোঝা হয়ে গিয়েছি।’

'বরখাস্ত করার অধিকারই নেই'

Latest Videos

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বরখাস্ত করা নিয়ে এআইএফএফ কর্তাদের তোপ দেগে স্টিম্যাচ বলেছেন, 'আমি নিজেই সরে যেতে চেয়েছিলাম। এআইএফএফ যখন আমাকে তিন মাসের বেতন নিয়ে সরে যেতে বলেছিল, আমি তখন ওদের ধৈর্য ধরতে বলেছিলাম। আমি নতুন কোনও দলে যোগ দিলে নিজে থেকেই সরে যেতাম। তখন আমাকে হয়তো এক মাসের বেতন দিতে হত। কিন্তু অকারণে তাড়াহুড়ো করে আমাকে বরখাস্ত করা হল। এর কারণ জানি না। আমাকে এভাবে বরখাস্ত করার অধিকার নেই এআইএফএফ-এর। আমাকে এভাবে সরাতে হলে পুরো বেতন দিতে হবে। ওরা কোথা থেকে টাকা জোগাড় করবে আমি জানি না। আমি সেটা নিয়ে ভাবছি না।'

'ভারতীয় ফুটবলে কোনও পরিকল্পনাই নেই'

এআইএফএফ কর্তাদের তোপ দেগে স্টিম্যাচ আরও বলেছেন, 'ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কোনও পরিকল্পনাই নেই। আমি কল্যাণ চৌবেকে বলেছিলাম, টেকনিক্যাল কমিটির অন্তত একজন সদস্যকে দলের সঙ্গে রাখুন। কিন্তু সেটা কোনওদিনই করা হয়নি। কোনও ভালো কোচ ভারতে আসবে না। ভারতীয় ফুটবলের উন্নতির কোনও আশা দেখছি না।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Igor Stimac: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, বরখাস্ত ইগর স্টিম্যাচ

Indian Football Team: ভারতীয় দলের নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন এআইএফএফ-এর

Trevor James Morgan: 'ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছি,' একান্ত সাক্ষাৎকারে জানালেন ট্রেভর জেমস মর্গ্যান?

Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা