সব অপেক্ষার অবসান। কিলিয়ান এমবাপেকে তুলে নিল রিয়াল মাদ্রিদ। এইমুহূর্তে দাঁড়িয়ে বিশ্বফুটবলের অন্যতম বড় সাইনিং।
সব অপেক্ষার অবসান। কিলিয়ান এমবাপেকে তুলে নিল রিয়াল মাদ্রিদ। এইমুহূর্তে দাঁড়িয়ে বিশ্বফুটবলের অন্যতম বড় সাইনিং।
সব অপেক্ষার অবসান। কিলিয়ান এমবাপেকে তুলে নিল রিয়াল মাদ্রিদ। এইমুহূর্তে দাঁড়িয়ে বিশ্বফুটবলের অন্যতম বড় সাইনিং।
অনেকদিন ধরেই চলছিল জল্পনা। এবার সেই জল্পনার যবনিকা পতন। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর কথায়, আগামী ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। কথাবার্তা একেবারে চূড়ান্ত হয়ে গেছে। শুধু বাকি সরকারি ঘোষণা।
ইতিমধ্যেই নিজেদের ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছে রিয়াল। আর এবার তাদের লক্ষ্য আরও শক্তিশালী দল তৈরি করা। অন্যদিকে, আগামী ১৪ জুন থেকে শুরু ইউরো কাপ। তার আগেই এমবাপেকে কার্যত ছোঁ মেরে তুলে নিল স্পেনের এই জায়ান্ট ফুটবল ক্লাবটি।
জানা যাচ্ছে, আগামী ২০২৯ সাল পর্যন্ত এমবাপের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে, আরেক নির্ভরযোগ্য ফুটবলার লুকা মদরিচের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে তারা। মদরিচ নিজেও চান রিয়ালের হয়েই খেলে অবসর নিতে। তাই ৩৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়েছে মাদ্রিদ শহরের এই বিখ্যাত ফুটবল ক্লাবটি।
আর এবার এমবাপে। এই ২৪ বছর বয়সী ফুটবলারটি যা ফর্মে আছেন, তাতে বিরুদ্ধে থাকা যেকোনও দলের জন্যই তা চিন্তার কারণ। তাই তাঁকে সই করাল রিয়াল। এতদিন এমবাপে খেলছিলেন পিএসজির হয়ে। ক্লাব ফুটবলে জিতেছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ এবং ফ্রেঞ্চ কাপের মতো প্রতিযোগিতা। মোট ৩০৭ ম্যাচে করে ফেলেছেন ২৫৬টি গোল। এহেন একজন ফরোয়ার্ডকে সই করিয়ে কার্যত তাক লাগিয়ে দিল রিয়াল মাদ্রিদ। যা রিয়াল ফ্যানদের কাছেও রীতিমতো একটি সুখবর এবং আনন্দের বিষয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।