Real Madrid La Liga: ত্রাতা সেই এমবাপে! জোড়া গোল করে জেতালেন রিয়ালকে, ছুঁয়ে ফেললেন রোনাল্ডোকে?

Published : Mar 30, 2025, 02:27 PM IST
Real Madrid

সংক্ষিপ্ত

Real Madrid La Liga: বড় জয় পেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লেগানেসের বিরুদ্ধে জোড়া গোল করলেন তারকা কিলিয়ান এমবাপে।

Real Madrid La Liga: লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার (Barcelona) সঙ্গে এই মুহূর্তে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদের (Real Madrid)। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে রিয়াল। এমনকি, শনিবার রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি এবং ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)।

 

 

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, প্রথম মরশুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এতদিন এককভাবে দখলে ছিল CR7-এর। তিনি মোট ৩৩টি গোল করেছিলেন। আর মরশুম শেষ হওয়ার আগেই এবার ৩৩টি গোল করে ফেলেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। শুধু তাই নয়, তাঁর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। এখনও পর্যন্ত, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি ম্যাচে ৩৩টি গোল করেছেন এমবাপে।

এদিকে গত ২০০৯-১০ মরশুমে রোনাল্ডো যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেই বছর ৩৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন ‘সিআর৭’। তাঁর আগে এই রেকর্ড একমাত্র ছিল ব্রাজিলের রোনাল্ডোর নামে।

তিনি ২০০২-০৩ মরশুমে যোগ দিয়েই প্রথম মরশুমে ৩০টি গোল করে ফেলেছিলেন। তবে সবমিলিয়ে, রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যদিও এখনও রোনাল্ডোর নামের পাশেই রয়েছে। তিনি মোট ৪৫০টি গোল করেছেন।

আর ম্যাচ জয়ের পর এমবাপে জানিয়েছেন, “খুবই স্পেশ্যাল ব্যাপার এটা আমার কাছে। রোনাল্ডোর সঙ্গে একই জায়গায় নিজের নাম দেখতে পেরে বেশ ভালো লাগছে। মাদ্রিদ এবং আমার জন্য ও যে কত বড় মানের ফুটবলার, তা সকলেই জানে। আমাকে সবসময় পরামর্শ দেয়। তবে আমাদের এবার ট্রফি জয়ের দিকে নজর দিতে হবে।”

এদিন ম্যাচের প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন এমবাপে। কিন্তু তার ঠিক এক মিনিটের মাথাতেই লেগানেসের হয়ে দিয়েগো গার্সিয়া সেই গোল শোধও করে দেন। এরপর খেলার ৪১ মিনিটে, ব্যবধান আরও বৃদ্ধি করেন লেগানেসের দানি রাবা। ফলে, প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেন জুড বেলিংহ্যাম। আর সবশেষে মাদ্রিদের হয়ে ম্যাচের ৭৬ মিনিটে, জয়সূচক গোলটি করেন সেই এমবাপে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?