UCL: পিছিয়ে পড়েও ফিরে আসা! ভিনসিয়াস জাদুতে বরুসিয়াকে ৫-২ গোলে হারিয়ে জয় রিয়ালের

Published : Oct 23, 2024, 07:06 PM IST
REAL MADRID

সংক্ষিপ্ত

অবিশ্বাস্য জয় রিয়ালের। 

আবারও প্রমাণ করে দেখিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বরুসিয়া ডর্টমুন্ডের (Borusia Dortmund) বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৫-২ গোলে জিতলেন কিলিয়ান এমবাপেরা।

ম্যাচের ৩০ মিনিটে, ডর্টমুন্ডকে প্রথমে এগিয়ে দেন ডনিয়েল মালেন। ঠিক তার ৪ মিনিট পরে তিনি জেমি গিটেনসকে বল বাড়ান। সেই জায়গা থেকেই গোল করে ২-০ ব্যবধানে লিড নেয় বরুসিয়া। সান্তিয়াগো বের্নাবাউ স্টেডিয়ামে আসা সমর্থকেরা যেন তখনও বিশ্বাস করে উঠতে পারছিলেন না।

কিন্তু রিয়াল মানেই লড়াইতে ফিরে আসা। ভিনিসিয়াস জুনিয়ররা যে এইভাবে ঘুরে দাঁড়াবেন, সেটা হয়ত রিয়ালের অতি বড় সমর্থকও বিশ্বাস করে উঠতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে, ২ মিনিটের ঝড়ে কার্যত তছনছ হয়ে গেল বরুসিয়া। খেলার স্কোর তখন ২-২ করে ফেলে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৫২ মিনিটে, গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর খেলার ৬০ মিনিটে, গোল করেন অ্যান্টোনিয়ো রুডিগার। তবে সেখানেই শেষ নয়, ম্যাচের ৮৩ মিনিটে লুকাস ভাজ়কুয়েজ় গোলে করে ব্যবধান ৩-২ করেন। তার ঠিক তিন মিনিট পরে, মাঝমাঠেরও আগে থেকে বল ধরে তীব্র গতিতে বরুসিয়ার বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ৪-২ করে দেন সেই ভিনিসিয়াস। খেলার অতিরিক্ত সময়ে, হ্যাটট্রিকটি সম্পূর্ণ করে ফেলেন তিনি। ভিনিসিয়াসের গোলে অবিশ্বাস্য ৫-২ গোলে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল।

নিঃসন্দেহে দুর্দান্ত একটি ম্যাচ। পিছিয়ে গিয়েও ফের একবার লড়াইতে ফিরে আসার উদাহরণ তৈরি করল রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে দুরন্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ এবং সেইসঙ্গে ভিনসিয়াসের হ্যাটট্রিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান
UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির