
Mohun Bagan Super Giant: চলতি মরসুমে ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দিয়েই ডুরান্ড কাপে (Durand Cup 2025) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা (Miguel Figueira)। এবার তাঁর প্রাক্তন সতীর্থ রবিনহোকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ফুটবলার রবসন আজেভেদো ডা সিলভা (Robson Azevedo da Silva) নামেও পরিচিত। যদিও রবিনহো নামেই তাঁকে বেশি চেনেন ফুটবলপ্রেমীরা। সোমবার কলকাতায় চলে আসছেন রবিনহো। তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে (AFC Champions League Two) সবুজ-মেরুন জার্সি পরে প্রথমবার মাঠে নামবেন। এরপর সুপার কাপেও (Super Cup 2025) খেলবেন এই উইঙ্গার। মিগুয়েলের সঙ্গে রবিনহো যেমন পরিচিত, তেমনই ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁও (Óscar Bruzón) এই উইঙ্গারকে ভালোভাবেই চেনেন। কারণ, বসুন্ধরা কিংসে তাঁর কোচিংয়ে খেলেছেন রবিনহো। ফলে এবার কলকাতা ডার্বিতে মিগুয়েল-অস্কারের বিরুদ্ধে রবিনহোর লড়াই উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
কয়েকদিন আগেই জানা যায়, কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) থেকে উরুগুয়ের (Uruguay) ফরোয়ার্ড আদ্রিয়ান লুনাকে (Adrian Luna) দলে নিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু অতিরিক্ত খরচের কারণে পিছিয়ে আসে ম্যানেজমেন্ট। এরই মধ্যে শনিবার চলতি মরসুমে সবুজ-মেরুন ব্রিগেডের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে রবিনহোর নাম ঘোষণা করা হল। বসুন্ধরা কিংসের হয়ে ৯৯ ম্যাচ খেলে ৭৫ গোল করেন এই উইঙ্গার। তিনি ভারতেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সবুজ-মেরুন শিবির।
বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় একবার মাঠেই মিগুয়েল ও রবিনহোর মধ্যে বচসা হয়। এরপরেই দল ছাড়েন রবিনহো। তাঁদের পুরনো শত্রুতা যদি এখনও বজায় থাকে, তাহলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে। এমনিতেই কলকাতা ডার্বিতে সবসময়ই উত্তেজনা থাকে। এবার সেই উত্তেজনা বাড়িয়ে দিতে পারেন দুই ব্রাজিলিয়ান। ফলে এখন থেকেই আগামী কলকাতা ডার্বির দিকে তাকিয়ে বাংলার ফুটবলপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।