বেঙ্গালুরুতে দেরিতে পৌঁছনোয় সমস্যা হয়েছে, হারের অজুহাত পাকিস্তানের সহকারী কোচের

বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করল ভারত।

ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে পৌঁছয় পাকিস্তান দল। নিজেদের দেশে থাকলে হয়তো এত দেরি হত না। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের আগে ৪ দলীয় টুর্নামেন্ট খেলতে মরিশাস গিয়েছিল পাকিস্তান দল। সেখানে টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও ভারতের ভিসা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের জন্য এই কারণকেই দায়ী করছেন পাকিস্তানের সহকারী কোচ টরবেন ফিলিপ। তাঁর বক্তব্য, এত দেরিতে দল বেঙ্গালুরু পৌঁছনোয় ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব হয়নি। একইসঙ্গে অবশ্য ভারতীয় দলকে কৃতিত্ব দিয়েছেন ফিলিপ। তিনি বলেছেন, 'আমরা যদি অনেক আগে বেঙ্গালুরু পৌঁছতে পারতাম, তাহলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। তবে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য ভারতীয় দলকে কৃতিত্ব দিতেই হবে। আমি নিশ্চিত, এই টুর্নামেন্ট যত এগোবে আমাদের দল তত ভালো পারফরম্যান্স দেখাবে।'

বুধবার বেঙ্গালুরুতে বৃষ্টিভেজা মাঠে ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি পাকিস্তান দল। ২ অর্ধে ২টি করে গোল করে ভারতীয় দল। হ্যাটট্রিক করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। অপর গোলটি করেন উদান্তা সিং। পাকিস্তানের গোলকিপারের ভুলে প্রথম গোল পান সুনীল। তাঁর পরের ২ গোল পেনাল্টি থেকে। ফলে ভারতের জয় সহজ হয়ে যায়।

Latest Videos

বুধবারের ম্যাচ শুরু হওয়ার ২ ঘণ্টা আগে বেঙ্গালুরু পৌঁছন পাকিস্তান দলের অর্ধেকেরও বেশি ফুটবলার। তার আগের দফায় ম্যাচ শুরু হওয়ার ৫ ঘণ্টা আগে বেঙ্গালুরু পৌঁছন পাকিস্তানের কয়েকজন ফুটবলার। তার আগে আরও এক দফায় বেঙ্গালুরু পৌঁছন কয়েকজন পাকিস্তানি ফুটবলার। এভাবে ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে কোথাও পৌঁছে ম্যাচ খেলা সত্যিই কঠিন। যে কোনও শহরের আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই কয়েকদিন লেগে যায়। কিন্তু বেঙ্গালুরু পৌঁছেই খেলতে নেমে পড়তে হয় পাকিস্তানের ফুটবলারদের। তাঁরা বিশ্রামের সুযোগও পাননি। বিমানযাত্রার ধকল ছিল। কিন্তু তাতে ভারতের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যাবে না। সুনীল, উদান্তারা অসাধারণ পারফরম্যান্স দেখান। 

ভারতের আক্রমণের পাশাপাশি রক্ষণও দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। গত কয়েকটি ম্যাচে গোল খায়নি ভারতীয় দল। বুধবার গোলের সুযোগই পায়নি পাকিস্তান। ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতাই ভারতের লক্ষ্য। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় পেলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।

আরও পড়ুন-

প্রথমার্ধের শেষদিকে তুমুল বচসা, লাল কার্ড দেখলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ

সুনীল ছেত্রীর হ্যাটট্রিক, সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান-বধ ভারতের

Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari