এএফসি কাপ জেতাই স্বপ্ন, মোহনবাগানে যোগ দিয়ে বার্তা সাহাল আবদুল সামাদের

গত মরসুমে যে দল নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, এবার তার চেয়েও শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন। ফলে ফের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।

Soumya Gangully | Published : Jul 14, 2023 1:31 PM IST / Updated: Jul 14 2023, 08:06 PM IST

রেকর্ড অর্থে জাতীয় দলের তারকা অনিরুদ্ধে থাপার সঙ্গে চুক্তি করার পর এবার অপর এক তারকা সাহাল আবদুল সামাদকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন সাহাল। কেরালা ব্লাস্টার্স থেকে আইএসএল চ্যাম্পিয়ন দলে এলেন সাহাল। চুক্তি অনুযায়ী, প্রতি বছর আড়াই কোটি টাকা করে পাবেন এই তারকা। তাঁর পরিবর্তে কেরালা ব্লাস্টার্সে যোগ দিলেন মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রীতম কোটাল। এই প্রথম কলকাতার কোনও ক্লাবের হয়ে খেলবেন সাহাল। অন্য সব ফুটবলারের মতোই কলকাতা ডার্বি খেলার জন্য মুখিয়ে সাহাল। গোল করে দলকে ডার্বি জেতানোই তাঁর লক্ষ্য। কয়েকদিন আগেই বিয়ে করেছেন। এরপরেই সবুজ-মেরুনে যোগ দিলেন। ফলে উচ্ছ্বসিত সাহাল।

মোহনবাগান সুপার জায়ান্টে সই করার পর সাহাল বলেছেন, ‘মোহনবাগান জার্সি পরে খেলব, এটা ভেবেই গর্ব হচ্ছে। আমি এতদিন শুনে এসেছি, সবুজ-মেরুন জার্সি পরলে খেলা অন্যরকম হয়ে যায়। এবার এই জার্সি পরে খেলব। আমি শুনেছি, কলকাতা ডার্বির সঙ্গে এল ক্লাসিকোর তুলনা হয়। আমি সবসময় ফুটবল ম্যাচ দেখি। আমি যখনই সময় পাই বিশ্বের বিভিন্ন দেশের লিগের ম্যাচ দেখি। কলকাতা ডার্বির সময় পরিবেশ কেমন থাকে, সেটা আমি টেলিভিশনে দেখেছি। আমি কোনওদিন গ্যালারিতে বসে কলকাতা ডার্বি দেখিনি। এতদিন খেলার সুযোগও হয়নি। আমি এবার মোহনবাগানের হয়ে এই ম্যাচ খেলব। এটা ভেবে দারুণ লাগছে। স্টেডিয়াম দর্শকে ঠাসা থাকবে। দর্শকরা আমাদের দলের জন্য গলা ফাটাবেন। আমি মাঠে নামার সময় কোনওদিন জেতা ছাড়া অন্য কিছু ভাবি না। আমি এই মানসিকতা নিয়েই খেলি। আমি এই মনোভাব নিয়েই ডার্বি খেলতে নামব।’

সাহাল আরও বলেছেন, ‘মোহনবাগান ম্যানেজমেন্ট যখন আমার সঙ্গে যোগাযোগ করে, তখন আমাকে বলা হয়, ভারতের সেরা দল গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এশিয়ার সেরা দলগুলির সঙ্গেও লড়াই করার মতো দল গড়া হচ্ছে। আমিও ক্লাবের এই মানসিকতার সঙ্গে সহমত। আমি ভারতের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু কোনওদিন এএফসি কাপে খেলিনি। তবে এবার সেই সুযোগ পাব। আমাকে সেই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের কঠিন ম্যাচ খেলতে হবে, তবে ক্লাবকে এএফসি কাপ জেতানোই আমার স্বপ্ন।’

জেসন কামিংস, দিমিত্রিওস পেট্রাটস, সাহাল, অনিরুদ্ধকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন মোহনবাগান সমর্থকরাও।

আরও পড়ুন-

জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলির সঙ্গে চুক্তি, ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের

লন্ডনে আন্তর্জাতিক টুর্নামেন্টে চেলসি, আর্সেনালের বিরুদ্ধে খেলবে মোহনবাগান!

Emiliano Martinez: মোহনবাগানে এমিলিয়ানো মার্টিনেজকে স্বাগত জানানোর প্রস্তুতি তুঙ্গে

Share this article
click me!