
Bengal Football Team: এবারের সন্তোষ ট্রফিতে (Santosh Trophy 2025-26) নিজেদের প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে (Nagaland) বড় ব্যবধানে উড়িয়ে দিল বাংলা। ম্যাচের ফল ৪-০। দুই অর্ধে দু'টি করে গোল করল বাংলা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। ৩২ মিনিটে দ্বিতীয় গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ হেমব্রম। এরপর ৯০ মিনিটে চতুর্থ গোল করেন আকিব নবাব। উত্তর-পূর্ব ভারতে (North-East India) ফুটবল অত্যন্ত জনপ্রিয় হলেও, নাগাল্যান্ড এখনও সেভাবে উন্নতি করতে পারেনি। বিশেষ করে সন্তোষ ট্রফিতে সাফল্যের বিচারে বাংলার ধারেকাছে নেই নাগাল্যান্ড। ফলে এই দলের বিরুদ্ধে বাংলার জয় প্রত্যাশিত ছিল। অভাবনীয় কোনও ফল হল না। সহজ জয়ই পেল বাংলা।
বুধবার সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে তামিলনাড়ুর (Tamil Nadu) কাছে ০-১ হেরে গিয়েছে অসম (Assam)। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখোমুখি হচ্ছে বাংলা। সেই ম্যাচেও সঞ্জয় সেনের দল বড় ব্যবধানে জয় পাবে বলে আশা বাংলার ফুটবলপ্রেমীদের। এরপর ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচে রাজস্থান এফসি-র (Rajasthan FC) মুখোমুখি হবে বাংলা। ২৮ জানুয়ারি বাংলা-তামিলনাড়ু ম্যাচ। ৩০ জানুয়ারি বাংলা-অসম ম্যাচ। সেদিনই গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ। অসম প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বাংলার সুবিধা হতে পারে। গ্রুপের সব ম্যাচ জিতে শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে বাংলা।
এবার ৭৯-তম সন্তোষ ট্রফি হচ্ছে। বাংলা এই টুর্নামেন্টে ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং ১৪ বার রানার্স হয়েছে। সাফল্যের বিচারে সব দলের চেয়ে অনেক এগিয়ে বাংলা। সঞ্জয়ের কোচিংয়েও সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এবারও বাংলা দল অত্যন্ত শক্তিশালী। ফলে রবি-সায়নরা ফের চ্যাম্পিয়ন হতে পারেন। সঞ্জয় সেই আশাই করছেন। বড় কোনও অঘটন না ঘটলে বাংলার ঘরে ৩৪-তম সন্তোষ ট্রফি খেতাব আসবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।