আইএসএল ২০২৬: কলকাতা ডার্বির আয়োজক কারা? ইস্টবেঙ্গলের আপত্তিতে সূচি নিয়ে জটিলতা

Published : Jan 20, 2026, 02:41 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

Kolkata Derby: ভারতীয় ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচ ঘিরে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও লড়াই থাকে।

DID YOU KNOW ?
আইএসএল নিয়ে জটিলতা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবারের আইএসএল-এর খসড়া ক্রীড়াসূচি প্রকাশ করলেও, লিগ শুরু হওয়া নিয়ে জটিলতা অব্যাহত।

Indian Super League 2026: এবারের আইএসএল-এ কলকাতা ডার্বি (Kolkata Derby) হবে একবারই। ফলে কারা সেই ম্যাচ আয়োজন করবে, সে বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) পক্ষ থেকে যে খসড়া ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছিল, তাতে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি কলকাতা ডার্বি দিয়ে শুরু হবে এবারের আইএসএল। উদ্বোধনী ম্যাচের আয়োজক হিসেবে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) নাম প্রস্তাব করা হয়েছে। এতে তীব্র আপত্তি জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। কারণ, আইএসএল-এ কলকাতা ডার্বি ঘিরেই সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) এখন আর লক্ষাধিক দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে না পারলেও, কলকাতা ডার্বিতে অন্তত ৬০,০০০ দর্শক থাকেন। ফলে যে দল এই ম্যাচ আয়োজন করে তারা আর্থিকভাবে লাভবান হয়। তাছাড়া যে দল কলকাতা ডার্বি আয়োজন করে তারা যাবতীয় ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখতে পারে। এ বিষয়ে দুই শিবিরের রেষারেষি ১০০ বছর ধরে চলছে। সেই রেষারেষির কারণেই কলকাতা ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কবে হবে কলকাতা ডার্বি?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএল-এর দলগুলির বৈঠকে খসড়া ক্রীড়াসূচি নিয়ে আপত্তির কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টও জানিয়েছে, প্রথম ম্যাচই কলকাতা ডার্বি হলে তাদের আপত্তি আছে। সুপার কাপের (AIFF Super Cup 2025) পর কোনও সর্বভারতীয় টুর্নামেন্ট হয়নি। ফলে সব দলেরই ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। কোনও দলই পুরো তৈরি নয়। এই কারণেই শুরুতে কলকাতা ডার্বি এড়িয়ে যেতে চাইছে দুই দল। ফলে কবে কলকাতা ডার্বি হবে এবং কারা সেই ম্যাচ আয়োজন করবে, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।

খসড়া সূচিতে বদল হচ্ছে

এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, খসড়া সূচি অনুযায়ী সব ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। ফলে নতুন করে সূচি তৈরি করতে হবে। সেই সূচি প্রকাশিত হলেই বোঝা যাবে কবে কলকাতা ডার্বি হচ্ছে এবং কারা আয়োজন করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এবারের আইএসএল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?
Messi Statue: লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের