লোভনীয় প্রস্তাব আল-হিলালের, সাড়া দিলেই বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার মেসি

Published : Apr 02, 2023, 09:28 PM IST

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে এশিয়ায় আসতে নারাজ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁকে পাওয়ার আশা ছাড়তে নারাজ সৌদি আরবের ক্লাবগুলি। একই লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মেসিকে খেলাতে মরিয়া সৌদি আরবের ফুটবল মহল। সেই চেষ্টা অব্যাহত।

PREV
18
ফের লিওনেল মেসিকে লোভনীয় অঙ্কের আর্থিক প্রস্তাব সৌদি আরবের ক্লাবের

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও বেশি অর্থ দিতে তৈরি সৌদি আরবের ক্লাব আল-হিলাল। এই প্রস্তাব গ্রহণ করলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হয়ে যাবেন মেসি।

28
লিওনেল মেসির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি সৌদি আরবের ক্লাবে যোগ দিতে রাজি নন

সারা কেরিয়ারে ইউরোপের ক্লাবেই খেলে এসেছেন লিওনেল মেসি। তিনি এখন কেরিয়ারের শেষদিকে এশিয়ার ক্লাবে সই করতে নারাজ। ইউরোপেই থাকতে চাইছেন মেসি।

38
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি একই লিগে খেলুন, চাইছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন

সৌদি আরবের ক্লাবগুলিই শুধু নয়, ফুটবল ফেডারেশন, এমনকী রাজ পরিবারও চাইছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সে দেশের লিগে খেলুন লিওনেল মেসি। বিশ্বের সেরা দুই ফুটবলার খেললে সৌদি আরবের ক্লাব ফুটবলের গুরুত্ব অনেক বেড়ে যাবে। সেটাই চাইছে সে দেশের ফুটবল মহল।

48
লিওনেল মেসিকে ধরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে প্যারিস সাঁ জা

চলতি মরসুম শেষ হলেই ফ্রি-ফুটবলার হয়ে যাচ্ছেন লিওনেল মেসি। প্যারিস সাঁ জা-র সঙ্গে তাঁর চুক্তি জুন পর্যন্ত। এখনও নতুন চুক্তিতে রাজি হননি মেসি। তবে তাঁকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি।

58
লিওনেল মেসিকে ক্যাম্প ন্যু-তে ফেরাতে চাইছে পুরনো ক্লাব বার্সেলোনা

চলতি মরসুম শেষ হলে পুরনো ক্লাব বার্সেলোনাতেও ফিরে যেতে পারেন লিওনেল মেসি। তাঁকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছে বার্সা। 

68
লিওনেল মেসিকে দলে ফেরানোর ক্ষেত্রে বার্সেলোনার বড় বাধা আর্থিক সমস্যা

লিওনেল মেসিকে ক্যাম্প ন্যু-তে ফেরাতে চাইলেও, আর্থিক সমস্যায় আছে বার্সেলোনা। সেই সমস্যা কাটিয়ে ওঠা কঠিন।

78
মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও লিওনেল মেসিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। তিনি লিওনেল মেসিকে এই ক্লাবে সই করাতে চাইছেন।

88
আল-হিলালই শুধু নয়, সৌদি আরবের একাধিক ক্লাব লিওনেল মেসিকে দলে নিতে চাইছে

আল-হিলাল, আল-ইত্তিহাদের মতো ক্লাবগুলি লিওনেল মেসির জন্য বিপুল অর্থ খরচ করতে তৈরি। মেসির বাবা জর্জ যদি সেই প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে মেসিকে সৌদি আরবের কোনও ক্লাবে দেখা যেতেই পারে।

click me!

Recommended Stories