
বিশ্ব ফুটবলে নজিরবিহীন ঘটনা। বিতর্ক থেকে যিনি সবসময় দূরে থাকেন সেই লিওনেল মেসিকে ঘিরে সরগরম ইউরোপের ক্লাব ফুটবল মহল। মেসিকে ২ সপ্তাহের জন্য সাসপেন্ড করল তাঁর ক্লাব প্যারিস সাঁ জা। মরসুম শেষ হওয়ার আগেই ক্লাবের অনুমতি না নিয়ে মেসি ছুটি কাটাতে সৌদি আরবে যান। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাসপেনশন চলাকালীন বেতনও পাবেন না মেসি। এই ঘটনায় ফুটবল বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। মেসির পাশে দাঁড়িয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য অনুরাগী। তবে কেউ কেউ আবার দাবি করছেন, শৃঙ্খলাভঙ্গ করেছন মেসি। সেই কারণে তাঁকে এই শাস্তি দেওয়া যথার্থ।
ফ্রান্সের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, যে ২ সপ্তাহের জন্য সাসপেন্ড থাকছেন মেসি, এই সময়ে তিনি দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না। তাঁকে ম্যাচ খেলারও সুযোগ দেওয়া হবে না। ফলে ফ্রান্সের লিগ ১-এ আপাতত মেসিকে ছাড়াই খেলবে পিএসজি। ৩৩ পয়েন্ট নিয়ে লিগ ১-এর শীর্ষে পিএসজি। লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। ফলে মেসিকে ছাড়াই খেলতে কোনও সমস্যা নেই। এবারের লিগ ১-এ ১৫ গোল করেছেন মেসি। তিনি ১৪টি গোলের পাস বাড়িয়েছেন। ভালো ফর্মেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু তাঁর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিল ক্লাব।
রবিবার লিগ ১-এর ম্যাচে ঘরের মাঠে লরিয়াঁতের কাছে হেরে যায় পিএসজি। সেই ম্যাচে ৯০ মিনিট খেলেন মেসি। এরপরেই তাঁর বিরুদ্ধে সৌদি আরব সফরের জন্য ব্যবস্থা নেওয়া হল। সৌদি আরবের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মেসি। সেই কারণেই তিনি সৌদি আরব সফরে যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন 'এলএম ১০'। তখন জল্পনা শুরু হয়, সৌদি আরবের কোনও ক্লাবের সঙ্গে চুক্তি পাকা করার জন্য হয়তো গিয়েছেন মেসি। কিন্তু তাঁর ঘনিষ্ঠ মহল দাবি করা হয়েছে, বাণিজ্যিক কারণেই সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি পিএসজি ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতিও চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। এই কারণেই বিনা অনুমতিতেই চলে যান মেসি। এর ফলে তাঁকে সাসপেন্ড হতে হল।
চলতি মরসুম শেষ হলেই মেসি দলবদল করবেন বলে অনেকদিন ধরে জল্পনা চলছে। সাসপেনশনের ঘটনা সেই জল্পনা নতুন করে উস্কে দিল। সাসপেন্ড হওয়ার পর হয়তো আর পিএসজি-র সঙ্গে নতুন চুক্তি করবেন না মেসি। ইউরোপেরই কোনও দলে সই করবেন তিনি। দৌড়ে এগিয়ে পুরনো ক্লাব বার্সেলোনা।
আরও পড়ুন-
আর্থিক চাহিদা পূরণ করার ক্ষমতা আছে? বার্সেলোনার কাছে জানতে চাইলেন মেসি
ট্রফি জয়ের হিসেবে ৮ ধাপ এগিয়ে লিওনেল মেসি, ধরা কঠিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
হিমাংশু জ্যাংড়ার জোড়া গোল, ডেভেলপমেন্ট লিগে সহজ জয় ইস্টবেঙ্গলের