Maldah News: চলাফেরায় অক্ষম ভোটারদের জন্য এবার বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাড়িতে গিয়ে হেয়ারিংয়ের ব্যবস্থা কমিশনের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah News: বয়স প্রায় ৯০। বার্ধক্যজনিত কারণে চলাফেরায় সম্পূর্ণ অক্ষম। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত শুনানি পর্বে উপস্থিত হতে পারেননি তারা। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন সেলের একটি দল সরাসরি তার বাড়িতে গিয়ে শুনানি গ্রহণ করে। সেখানেই বৃদ্ধ,বৃদ্ধাদের বক্তব্য শোনা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।নাগরিক অধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই মানবিক উদ্যোগের ছবি ধরা পরল মালদার চাঁচল ১ নং মাস্তি পাড়া সহ একাধিক এলাকায়।

বাড়িতেই এসআইআর-ভোটার শুনানি:- 

বয়স্ক ভোটারদের কথা বিবেচনা করে আগেই নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বর্তমানে ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটারদের বাড়ি গিয়েই ভোট নিয়ে আসা হয়। সে ক্ষেত্রে শুনানি পর্বেও যাতে ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটারদের বাড়ি গিয়ে শুনানি হয়, তিনি সেই প্রস্তাব দেন কমিশনকে। 

নির্বাচন কমিশনের নির্দেশে মালদার চাচল ১ নং ব্লক দপ্তরে নির্বাচন সেলের একটি প্রতিনিধি দল ৮৫ বছর বয়স্ক বা তার বয়সী ভোটারদের বাড়ি গিয়ে শুনানি পর্ব শুরু করেন। উপস্থিত বি এল ও, ই আর ও নির্বাচনের দায়িত্বে থাকা প্রতিনিধি দল একটি দল সরাসরি তার বাড়িতে গিয়ে শুনানি গ্রহণ করে। 

সেখানেই বৃদ্ধ,বৃদ্ধাদের বক্তব্য শোনা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বয়স্ক দের বাড়ি বাড়ি শুনানি পর্বে উপস্থিত ছিলেন অরিত্র দাস ই আর ও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের এই উদ্যোগে বয়স্ক প্রবীণ ভোটাররা। নির্বাচন কমিশনার এই মানবিক উদ্যোগ কে তারা সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা কমিশনের কর্তব্য।

কমিশনের স্পষ্ট বক্তব্য, যাতে কোনও বিদেশি নাগরিক ভারতের নির্বাচনে ভোট দিতে না পারেন, সেটাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান বিরোধী, প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।