নিলামে উঠল ৬টি জার্সি, ৬৫ কোটিতে বিক্রি হল বিশ্বকাপে মেসির গায়ে থাকা জার্সি

বৃহস্পতিবার জার্সি উঠল নিমালে। আর সেই জার্সি নিলামে তুললেম বিশ্বের অন্যতম নিলামকারী প্রতিষ্ঠান সোথবি।

ফুটবল দুনিয়ায় তিনি ঈশ্বরের বরপুত্র। তাঁর পায়ের জাদুতে মোহাবিষ্ট বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। তাকে একবার চোখের দেখা দেখতে বিশ্বের বিভিন্ন কোণা থেকে তাঁর ভক্তরা হাজির হন। এবার এই ফুটবল তারকার জার্সি বিক্রি হল ৬৫ কোটিতে।

অবাক করা হলেও এমনই সত্য। মেসির গায়ে চাপানো জার্সি কেনার জন্য পড়ে গিয়েছে হুড়োহুড়ি। আকাশচুম্বী দাম হলেও হেলদোল নেই কারওই। সকলেই ভাবছেন কীভাবে মেসির জার্সি ঘরে তোলা যায়।

Latest Videos

মেসির জাদুতেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ফের ঘরে তুলেছেন বিশ্বকাপ। গত বিশ্বকাপে যে ছয়টি জার্সি পরে মাঠে নেমেছিলেন তা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তা উঠল নিমালে। আর সেই জার্সি নিলামে তুললেম বিশ্বের অন্যতম নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। এই নিলামে আর্জেন্টাইন অধিনায়কের ছয়টি জার্সি বিক্রি হল ৭৮ লক্ষ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৫ কোটি টাকা।

জার্সিগুলো মেসি পরেছিলেন ফাইনালেন প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে। নিলামকারী সংস্থা সোথবি জানিয়েছেন, মেসির জার্সি বিক্রি করে প্রাপ্য অর্থের বড় অংশ দান করা হবে জোয়ান দে ডিও বার্সেলোনা শিশু হাসপাতালে। বিরল রোগে আক্রান্ত শিশুদের এভাবে সাহায্য করবেন মেসি।

এর আগে মারাদোনার ওই জার্সি বিক্রি হয়েছিল ৯২ লক্ষ ডলারে। অর্থাৎ মেসির জার্সি এর থেকে বেশি দাম পায়নি। মারাদোনাকে টপকে যেতে পারেনি মেসি। ৬৫ কোটিতে বিক্রি হবে বিশ্বকাপে মেসির গায়ে থাকা জার্সি। মোট ছয়টি জার্সি বিক্রি হল এই দামে। গতকাল নিলামে উঠেছিল জার্সি। তারপর স্থির হল এই দাম। শেষে ৬৫ কোটিতে বিক্রি মেসির পোশাক। এই নিয়ে খবরে এলেন তারকা ক্রিকেটার মেসি। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

শুবমান গিল ও সারার মধ্যে বয়সের ফারাক শুনলে অবাক হবেন, জেনে নিন সারা বয়সে কত বড়

MS Dhoni: আর কখনও ২২ গজে নজরে আসবেনা ৭ নম্বর জার্সি, শচিনের পথেই অবসরে মাহির জার্সিও

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari