আশঙ্কার কালো মেঘ সাদকালো তাঁবুতে! মহামেডানের আইএসএল খেলা নিয়ে জটিলতা তুঙ্গে

আইএসএল (ISL) খেলা নিয়ে কি মহামেডানে (Mohammedan Sporting) ফের জটিলতা? অন্তত পরিস্থিতি খানিকটা সেইরকমই।

Subhankar Das | Published : Aug 26, 2024 6:16 PM IST / Updated: Aug 27 2024, 02:16 AM IST

আইএসএল (ISL) খেলা নিয়ে কি মহামেডানে (Mohammedan Sporting) ফের জটিলতা? অন্তত পরিস্থিতি খানিকটা সেইরকমই।

প্রসঙ্গত, গত রবিবার প্রকাশিত হয়েছে আইএসএল-এর সূচি। এবারই প্রথম দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় অভিষেক ঘটতে চলেছে মহামেডানের। কিন্তু তার আগেই ফের একবার সমস্যা দেখা দিল সাদাকালো শিবিরে।

Latest Videos

উল্লেখ্য, মহামেডান স্পোর্টিং দলের ইনভেস্টর হিসেবে দীর্ঘদিন ধরেই রয়েছে বাঙ্কারহিল। আইএসএল-এর আগে অবশ্য শ্রাচী স্পোর্টস তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে জটিলতা। সম্প্রতি বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ 

Durand Cup: লক্ষ্য এবার বেঙ্গালুরু বধ, সেমিফাইনালে নামার আগে কতটা তৈরি মোহনবাগান?

সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে, “আইএসএলে খেলার জন্য বাঙ্কারহিল একটি চুক্তি করেছিল। কিন্তু সেই টার্মশিট চূড়ান্ত হওয়ার আগেই ক্লাব থেকে অনেকগুলি বদল দাবি করা হয় এবং সেগুলি আমরা মানতে পারছি না। সেখানে বলা হয়, মহামেডান বোর্ড, শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিল থেকে দুজন করে সদস্য থাকবে।”

কিন্তু দীপক কুমার সিং দাবি করছেন, ক্লাবের তরফ থেকে নাকি সেখানে পাঁচজনের সদস্যপদ চাওয়া হয়েছে। এমনকি, বোর্ডের চেয়ারম্যান পদেও মহামেডানের একজনকেই চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি যোগ করেছেন, প্রায় ৬১ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের হাতে থাকার কথা ছিল। কিন্তু সেটা এখনও অবধি ট্রান্সফার করা হয়নি। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা কোনও ইনভেস্টরকেই ক্লাবে আনতে পারব না। গত চার বছর একসঙ্গে কাজ করার পর এই চুক্তি আমরা একদমই মানতে পারছি না।”

তাঁর কথায়, “আগামী সময় আরও কঠিন হতে চলেছে। কিন্তু মহামেডান ক্লাব কর্তৃপক্ষ যথেষ্ট যোগ্য। কারণ, তারা এতদিন ধরে ক্লাব চালিয়ে নিয়ে এসেছেন। কিছু না কিছু উপায় তারা ঠিকই খুঁজে নেবেন। তাই তাদেরকে শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুনঃ

ডুরান্ড সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী মোলিনা, মঙ্গলবার যুবভারতীতে টিফো নিয়ে প্রবেশ নিষেধ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood