
ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম সেমিফাইনালে (Semifinal) হার শিলং লাজং এফসির (Shillong Lajong FC)।
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে কার্যত চমকে দিয়েছিল তারা। কিন্তু সেমিফাইনালে জিততে ব্যর্থ। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হল শিলং লাজং।
এই ম্যাচটি কার্যত ছিল দুই পাহাড়ি দলের ডার্বি। আর সেই ম্যাচে শেষ হাসি হাসল নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)। গোল করেন থোই সিং, আজারাই এবং পার্থিব গোগোই।
সোমবার, ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় নর্থ ইস্ট। সবথেকে বড় বিষয়, দুটি প্রান্ত দিয়ে লাগাতার আক্রমণ তুলে আনে তারা। ফলে, রীতিমতো চাপে পড়ে যায় শিলং লাজং ডিফেন্স। আর সেই সুবাদে খেলার ১৩ মিনিটে, বাঁদিক থেকে দ্রুত গতিতে বল নিয়ে ঢুকে ক্রস করেন দীনেশ।
কিন্তু ডিফেন্ডারদের বাধা টপকে গোলের দরজা খোলেন থোই। ম্যাচের ৩৩ মিনিটে, দ্বিতীয় গোলটি করেন আজারাই। মাঝমাঠ থেকে আসা বলে দুরন্ত রিসিভ করে শট নেন। যদিও প্রথম চেষ্টায় বল বারে লেগে ফিরে আসলেও, দ্বিতীয় চেষ্টায় ফাঁকা গোলে বল ঠেলে দেন আজারাই।
আর ম্যাচের তৃতীয় তথা শেষ গোলটি আসে খেলার একেবারে অন্তিমে। এই গোলটির ক্ষেত্রে বড় অবদান ছিল পার্থিবের। বাঁদিক থেকে একক দক্ষতায় গতি বাড়িয়ে বল নিয়ে ঢুকে গোল করে যান তিনি।
আর এই গোলের সুবাদেই জয় নিশ্চিত করে নর্থ ইস্ট ইউনাইটেড। সেমিতে ৩ গোলে জয় নিঃসন্দেহে বড় একটি বিষয়। ফলে, ফাইনাল ম্যাচের আগে এই জয় নর্থ ইস্টের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। এদিকে মঙ্গলবার, বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।