স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জালিয়াতির মামলায় রেহাই নেইমারের

Published : Dec 13, 2022, 11:15 PM IST
List of top 10 star footballers of Copa America 2021 including Messi, Neymar spb

সংক্ষিপ্ত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ায় হতাশ নেইমার। তবে এরই মধ্যে স্বস্তির খবর, একটি মামলায় রেহাই পেলেন তিনি।

২০১৩ সালে ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোস থেকে স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। দলবদলের সময় ট্রান্সফার ফি ও বেতনের অঙ্ক গোপন করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। ফিফার দ্বারস্থ হয় স্যান্টোস। নেইমারকে ৬ মাস নির্বাসিত করার দাবি জানায় তাঁর প্রাক্তন ক্লাব। তবে এত বছর পরে সেই অভিযোগ থেকে রেহাই পেলেন এই তারকা ফুটবলার। স্পেনের একটি আদালত নেইমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে। এই মামলায় অভিযুক্ত হিসেবে মোট ৯ জনের নাম ছিল। নেইমার, তাঁর বাবা, বার্সেলোনা, বার্সেলোনার প্রাক্তন ২ প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ ও স্যান্ড্রো রসেল এবং স্যান্টোস ক্লাব এই মামলা থেকে রেহাই পেল। এই মামলায় নেইমারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তাতে তিনি দোষী প্রমাণিত হলে কারাদণ্ড হতে পারত। সেই কারণে মামলাটি খারিজ হয়ে যাওয়ায় স্বস্তিতে ব্রাজিলিয়ান তারকা।

এ বছরের অক্টোবরে বার্সেলোনার একটি আদালতে এই মামলার শুনানি শুরু হয়। যাঁরা মামলা দায়ের করেন তাঁদের দাবি ছিল, নেইমারকে ২ বছরের কারাদণ্ড এবং ১ কোটি ৫ লক্ষ মার্কিন ডলার জরিমানা করতে হবে। কিন্তু অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতি ও প্রতারণার অভিযোগ বাদ দিয়ে মামলা করা হয়। ব্রাজিলের ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস এই মামলা দায়ের করেছিল। নেইমার যখন স্যান্টোসে ছিলেন, তখন এই সংস্থা তাঁর স্বত্বের ৪০ শতাংশের মালিক ছিল। এই সংস্থা অভিযোগ করে, নেইমার স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় যে চুক্তি করেছিলেন, তার প্রকৃত অঙ্ক গোপন করেন। এই সংস্থাই নেইমারের জেল ও জরিমানার দাবি জানায়। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিল।

এবারের বিশ্বকাপে চোটের জন্য ২ ম্যাচ খেলতে পারেননি নেইমার। তবে চোট সারিয়ে নক-আউটে দলে ফিরে তিনি ভাল পারফরম্যান্স দেখান। প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া এবং কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেন এই তারকা স্ট্রাইকার। তিনি ব্রাজিলের হয়ে পেলের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড স্পর্শ করেছেন। এখন পেলে ও নেইমার, ২ জনেরই ব্রাজিলের হয়ে গোল সংখ্যা ৭৭। তবে এই নজির গড়ার পরেও দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় মুষড়ে পড়েছেন নেইমার। তবে এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালে পরের বিশ্বকাপে খেলবেন। সেখানে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য থাকবে।

আরও পড়ুন-

বুধবার দ্বিতীয় সেমি ফাইনাল, ফেভারিট ফ্রান্সকে ধাক্কা দিতে তৈরি মরক্কো

ইরান সরকারের বিরোধিতার শাস্তি, ফুটবলার আমির নাসর-আজাদানির ফাঁসির নির্দেশ

লাতিন আমেরিকার পতাকা মেসিদের হাতে, বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার লড়াই

PREV
click me!

Recommended Stories

Messi in Hyderabad: নেই কোনও হুড়োহুড়ি! কলকাতা পারল না, মেসিকে নিয়ে সেরা ইভেন্ট করে দেখাল হায়দ্রাবাদ
লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের