আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) আসছে একাধিক পরিবর্তন। এবারের আইএসএল (ISL 2024-25) শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) আসছে একাধিক পরিবর্তন। এবারের আইএসএল (ISL 2024-25) শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
আর বল গড়ানোর আগেই এই মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বেশ কয়েকটি পরিবর্তন করা হচ্ছে। আসন্ন মরশুম থেকেই ইন্ডিয়ান সুপার লিগে চালু হচ্ছে কনকাশন সাব। অর্থাৎ, মাথায় আঘাত পাওয়ার জন্য যদি কোনও ফুটবলার খেলতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য আরেকজন ফুটবলারকে মাঠে নামানো যাবে।
ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে। তাছাড়া আরও কয়েকটি নিয়মে পরিবর্তন হতে চলেছে এবারের আইএসএলে। প্রতিটি দলে একজন করে ভারতীয় সহকারী কোচ রাখতেই হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ঐ ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে।
সেইসঙ্গে, আরও একটি নিয়ম চালু করা হবে এবারের আইএসএলে। কোনও দলের একজন ফুটবলার যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করা যাবে।
আরও অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ম্যাচ বল। এবারের আইএসএল-এর ম্যাচে বলে বেশকিছু কাঠামোগত পরিবর্তন এসেছে। এই বলটির নাম দেওয়া হয়েছে ‘নিভিয়া শাস্ত্র-২.০’। এই বলেই এবার খেলা হবে ইন্ডিয়ান সুপার লিগের সবকটি ম্যাচ। পাঞ্জাবের জলন্ধরের একটি কারখানায় তৈরি হয়েছে এই বলটি। ফুটবলারদের বল কন্ট্রোলের ক্ষেত্রে আরও সুবিধাজনক হবে ‘নিভিয়া শাস্ত্র-২.০’।
নিঃসন্দেহে এবারের আইএসএল বিভিন্ন দিক দিয়েই আলাদা। একাধিক নিয়ম বদলের সঙ্গে সঙ্গেই ম্যাচ বলেও বেশকিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে এবারের আইএসএলে (ISL)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।